Kode Iklan atau kode lainnya

Food SI Cut Off Marks 2024: রাজ্যের ফুড SI পরীক্ষার কাট অফ মার্কস কত হতে পারে? জেনে নিন বিস্তারিত

ফুড এসআই (Food SI) কাট অফ মার্কস

Food SI Cut Off Numberবিপুসংখ্যক চাকরী প্রার্থী আবেদন করেছিলেন, তাই প্রথম বারের মত এবার দুই দিনে মোট ৬ দফায় খাদ্য দফতরের এসআই পদের নিয়োগ পরীক্ষা হল। ১৬, ১৭ মার্চ খাদ্যদপ্তরে এসআই নিয়োগ পরীক্ষা হল। এবারে খাদ্যদপ্তরের সাব-ইনসপেক্টর (এসআই) নিয়োগের পরীক্ষা দু’দিন ধরে মোট ৬ দফায় নেওয়া হল। বিপুল সংখ্যক পরীক্ষার্থীর জন্য কোনও নিয়োগ পরীক্ষা এই প্রথম একাধিক দফায় করল পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। 

এতদিন ক্লার্কশিপ, খাদ্যদপ্তরের সাব-ইনসপেক্টর নিয়োগ প্রভৃতির জন্য পরীক্ষা একদিনে এবং এক দফাতেই নেওয়া হতো। তবে এবার বিপুল সংখ্যক আবেদনের পাশাপাশি,পরীক্ষা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এই ব্যবস্থায় পরিবর্তন আনা হয় বলে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছিল। 

অনেকেই জানতে আগ্রহী যে এবারের ফুড এসআই পরীক্ষার কাট অফ মার্কস কত হতে পারে? সঠিক ভাবে এটি একমাত্র ফল প্রকাশ হলেই জানা যাবে। তবে গত বছরের বছরে আলোকেই চলতি বছরে নিয়োগের কাট অফ মার্কস অনুমান করা যায়। কমিশনের তরফে অফিশিয়াল ভাবে কাট অফ মার্ক ঘোষণা করা হলে সেটি অবশ্যই দেখে নেওয়া যাবে। চলতি বছরে ফুড সাব-ইন্সপেক্টর পরীক্ষার কাট অফ মার্ক আমরা অনুমান করতেই পারি। এই বছর পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বেশি। তাছাড়া শূন্যপদ কম। ফলে কাট অফ নম্বর যে বাড়বেই তা বলার যায়। 

২০১৮ সালের কাট অফ মার্কস ছিল -

UR: 79.6671

OBC-A: 74.6673

OBC-B: 75.3339

SC: 76.0006

ST: 59.3339

EXSM (UR): 53.0007

EXSM (SC): 38.6672

MSP (UR): 58.6671

চলতি বছরের ফুড এসআই পরীক্ষার সম্ভাব্য কাট অফ মার্কস –

UR: 82-87

OBC-A: 77-82

OBC-B: 78-83

SC: 79-84

ST: 62-67

EXSM (UR): 56-61

EXSM (SC): 41-46

MSP (UR): 61-66

FOOD SI EXPECTED CUT OFF MARKS CLICK HERE 

বিপুল সংখ্যক চাকরি প্রার্থী আবেদন করেন ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ প্রক্রিয়ায়। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ২৩ আগস্ট, ২০২৩-এ প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্যে মোট ৪৮০ টি শূন্যপদে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের ঘোষণা করে। খাদ্যদপ্তরে সাব-ইনসপেক্টর পদের নিয়োগ পরীক্ষায় প্রার্থীর সংখ্যা প্রায় ১২ লক্ষ।

এবার ফুড এসআই পরীক্ষার Answer Key প্রকাশ করল পিএসসি। নিচের লিঙ্কে ক্লিক করে Answer Key ডাউনলোড করেনিন -

WBPSC Food SI Answer Key Published, Download Link Here

ANSWER KEYS TO THE MCQ PAPER (SESSION-III) OF THE EXAMINATION FOR RECRUITMENT TO THE POST OF SUB INSPECTOR IN THE SUBORDINATE FOOD AND SUPPLIES SERVICE, GRADE-III, UNDER FOOD AND SUPPLIES DEPARTMENT, GOVT. OF WEST BENGAL, 2022 (ADVT NO.04/2023)

ANSWER KEYS TO THE MCQ PAPER (SESSION-II) OF THE EXAMINATION FOR RECRUITMENT TO THE POST OF SUB INSPECTOR IN THE SUBORDINATE FOOD AND SUPPLIES SERVICE, GRADE-III, UNDER FOOD AND SUPPLIES DEPARTMENT, GOVT. OF WEST BENGAL, 2022 (ADVT NO.04/2023)

ANSWER KEYS TO THE MCQ PAPER (SESSION-I) OF THE EXAMINATION FOR RECRUITMENT TO THE POST OF SUB INSPECTOR IN THE SUBORDINATE FOOD AND SUPPLIES SERVICE, GRADE-III, UNDER FOOD AND SUPPLIES DEPARTMENT, GOVT. OF WEST BENGAL, 2022 (ADVT NO.04/2023)

close