Kode Iklan atau kode lainnya

লোকসভা ভোটে বদলে গেল নিয়ম, ভোট কর্মীরা অব্যশই জেনে রাখুন

লোকসভা ভোট

লোকসভা ভোট: এবারের লোকসভা ভোটে বদলে গেল নিয়ম। কোন নিয়ম বদলে গেল? রাজ্যের ভোট কর্মীরা অব্যশই জেনেনিন। মূলত পোস্টাল ব্যালটের ভোট দেওয়ার নিয়মে পরিবর্তন আসল। এবারে নির্দিষ্ট ফেসিলিটেশন সেন্টারে ভোট দিতে হবে। দ্বিতীয় ট্রেনিং-এর দিন ফেসিলেশন সেন্টারে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ভোট কর্মীরা। ডাকযোগে আর ব্যালট আসবে না। 

সরকারি কর্মীরা মূলত যাঁরা ভোটকর্মী হিসাবে ডিউটিতে থাকেন তাঁরা সাধারণত পোস্টাল ব্যালটের মাধ্যমেই ভোট দেন। তবে এবার নিয়ম বদলে যাচ্ছে। এবার এই ভোটকর্মীদের নির্দিষ্ট ফেসিলিটেশন সেন্টারে ভোট দিতে হবে। পোস্টাল ব্যালটের সুবিধা থাকছে না বলেই জানা যাচ্ছে।

এক্ষেত্রে সেটা হবে ভোটের দিনের আগেই। দ্বিতীয় ট্রেনিংয়েই এই ভাবে ভোট দেওয়া যাবে বলে জানা গেছে। সেই ভোটদানের জন্যও তিনজন ভোটকর্মীকে রাখা হবে। সেই সঙ্গে পুলিশ, কেন্দ্রীয় বাহিনীও নিরাপত্তার জন্য থাকবেন। অর্থাৎ নির্দিষ্ট পদ্ধতি মেনে ভোট দিতে হবে ভোটকর্মীদের।

close