Kode Iklan atau kode lainnya

দূরত্ব ৪০০ কিমি: HRA পাচ্ছেন তো, অসুবিধা কোথায়? শিক্ষকের ট্রান্সফারের আবেদন খারিজ হাইকোর্টের

কলকাতা হাইকোর্ট নিয়োগ

শিক্ষকের বদলি কলকাতা হাইকোর্ট: শিক্ষকের বদলির আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। "HRA পাচ্ছেন তো, তাহলে অসুবিধা কোথায় ?" - এই প্রশ্ন তুলে দূরত্বের ভিত্তিতে (400 Km.) জুনিয়র হাই স্কুলের এক শিক্ষকের ট্রান্সফারের আবেদন খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু।

দূরত্বের কারণ দেখিয়ে বদলির আবেদন বাতিল করল কলকাতা হাইকোর্ট।  আবেদনকারী একজন সহকারী শিক্ষক। তিনি মালদা জেলার বালুঘাট জুনিয়র হাই স্কুলের ভূগোল (পাস) বিষয়ের শিক্ষক। নিজ গৃহ থেকে স্কুলের দূরত্ব ৪০০ কিমি। ওই শিক্ষক দক্ষিণ ২৪ পরগনায় তার বাসস্থানের কাছাকাছি স্কুলে বদলির আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন।

যদিও সেই আবেদন খারিজ করে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।  আদলত বলে, আবেদনকারী বাড়িভাড়া (HRA) বাবদ টাকা পাচ্ছেন। এর ফলে নিজের বাসস্থলের কাছাকাছি স্থানান্তর চাওয়া মোটেও বিশ্বাসযোগ্য নয়। সেই অনুযায়ী আপিলটি খারিজ করে দেওয়া হল। 

close