Kode Iklan atau kode lainnya

SSC: আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ন শুনানি হল আজ, জেনেনিন বিস্তারিত

SSC শিক্ষক নিয়োগ

SSC শিক্ষক নিয়োগ: আজ কলকাতা হাইকোর্টে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলার শুনানি হল। এদিন দীর্ঘক্ষণ শুনানি চলে। মূলত মামলকারী পক্ষের আইনজীবি সুবীর সান্যাল মহাশয় নিজেদের পক্ষের কথা তুলে ধরেন। সংরক্ষণ মেনে তালিকা ও শূন্যপদ নিয়ে প্রশ্ন তোলেন। কেন তাঁরা বঞ্চিত সেই বিষয় নিয়েও নিজেদের বক্তব্য বলেন। পাশাপাশি, আপডেট শূন্যপদে নিয়োগের বিষয় তুলে ধরা হয়। এই মামলার পরবর্তী শুনানি আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার। আগামীকাল দুপুর 2 টার সময় আপার প্রাইমারি মামলার শুনানি হবে। 

দীর্ঘ ১০ বছরের নিয়োগ যন্ত্রণার অবসান কবে হবে? প্রশ্ন তুলছেন চাকরি প্রার্থীরা। সরকারের সদিচ্ছার অভাবে থমকে নিয়োগ রয়েছে প্রক্রিয়া, ক্ষোভপ্রকাশ চাকরিপ্রার্থীদের। নিজেদের প্রাপ্য আদায় করতে রাজপথে সোমবার দণ্ডি কাটলেন চাকরিপ্রার্থীরা।

সোমবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। এই প্রার্থীদের দাবি, প্রথম কাউন্সেলিংয়ের পরে দ্রুত দ্বিতীয় কাউন্সেলিং শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে।  উচ্চ প্রাথমিকের প্রায় ৯ হাজার প্রার্থীর স্কুল বাছাই অর্থাৎ কাউন্সেলিং প্রক্রিয়া হয়ে গেছে। যদিও দ্বিতীয় দফার প্রায় ২ হাজার প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া বাকি আছে।

সোমবার শিয়ালদহ থেকে এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত আসে ওই মিছিল। দফায় দফায় রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান তাঁরা। ধর্মতলার ডোরিনা ক্রসিংয়েও রাস্তায় বসে বিক্ষোভ দেখানো হয়। তাতে ধর্মতলা সংলগ্ন বেশ কয়েকটি রাস্তা কিছু ক্ষণ অবরুদ্ধ হয়ে থাকে।

নিয়োগ প্রসঙ্গে চাকরিপ্রার্থী সুশান্ত ঘোষ জানান, উচ্চ প্রাথমিকের ১৪৩৩৯টি শূন্য পদের মধ্যে মেধা তালিকায় নাম উঠেছে ১৩৩৩৪ জনের। এর মধ্যে ৮৯০০ জনের প্রথম কাউন্সেলিং হয়েছে। দ্বিতীয় কাউন্সেলিং বাকি আছে। বুধবার উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত শুনানি আছে ডিভিশন বেঞ্চে।

close