Kode Iklan atau kode lainnya

Assistant Professor: কাউন্সিলিং সম্পর্কিত গুরুতবপূর্ণ নোটিশ দিল পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন (WBCSC)

Assistant Professor Recruitment

Assistant Professor Recruitment: সহকারী অধ্যাপক পদে নিয়োগের কাউন্সিলিং নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ দিল পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। আজ মঙ্গলবার কয়েকটি বিষয়ের কিছু চাকরি প্রার্থীর কাউন্সিলিং তালিকা প্রকাশিত হয়েছে।  COMMERCE, ZOOLOGY, EDUCATION, PHYSICAL EDUCATION, ENGLISH, BOTANY, PHYSIOLOGY, SOCIOLOGY, BENGALI এবং  GEOGRAPHY বিষয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। ৫ই মার্চ কাউন্সেলিং হবে। বিস্তারিত জানতে অনুগ্রহ করে সকলে কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন। অফিসিয়াল ওয়েবসাইট - wbcsconline.in

লোকসভা ভোটের আগেই সহকারী অধ্যাপকের (assistant professor recruitment) পদে নিয়োগ সম্পূর্ণ করবে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। গত সেপ্টেম্বর থেকেই ১০০০ উপর শূন্য পদে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের মেরিট প্যানেল প্রকাশ হতে শুরু করেছে। ৩২ হাজারেরও বেশি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদপ্রার্থী অংশগ্রহণ করেন। তবে এবার শূন্যপদ দেখে হতাশ চাকরি প্রার্থীরা।

সরকার পোষিত ৪৫০টি কলেজে সহকারী অধ্যাপক (college teacher recruitment) নিয়োগ সম্পূর্ণ করা হবে এপ্রিল মাসের মধ্যেই। এই বিষয়ে কলেজ সার্ভিস কমিশন জানিয়েছে, সহকারী অধ্যাপক পদে নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ নেওয়ার কাজ ৯০ শতংশ সম্পূর্ণ হয়েছে। ১০০ থেকে ১৫০ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের শূন্য পদ বাকি আছে, যার নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করা হবে। প্রায় ৪০ বিষয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ চলছে।

close