Kode Iklan atau kode lainnya

WBPSC Clerkship: ক্লার্কশিপ পরীক্ষায় ৮ লক্ষ ৪০ হাজার আবেদনকারী, পরীক্ষা কবে? জেনেনিনি এক্ষুনি

PSC Clerkship Recruitment

WBPSC Clerkship: রাজ্যের ক্লার্কশিপ পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। WBPSC Clerkship পরীক্ষার ফর্ম ফিল-আপ শেষ হয়েছে গত ২৯শে ডিসেম্বর, ২০২৩ তারিখে। আবেদনকারীদের উদ্দেশ্যে এই পরীক্ষার সম্ভাব্য সময়সূচী আগেই জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। 

গত ৪ঠা ডিসেম্বর, ২০২৩ তারিখে রাজ্যে WBPSC Clerkship নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়। পিএসসি সুত্রে জানা গেছে, অনলাইনে আবেদন জানিয়েছেন প্রায় ৮ লক্ষ ৪০ হাজার আবেদনকারী। গতবারের তুলনায় এই সংখ্যা বেশি। বিভিন্ন দৈনিক সংসবাদপত্রের সূত্র অনুযায়ী এবারের নিয়োগে শূন্যপদ থাকতে পারে প্রায় ৬ হাজারের কাছাকাছি।

সবকিছু ঠিক থাকলে সংশ্লিষ্ট পরীক্ষাটি ২০২৪ সালের জুন মাস নাগাদ আয়োজিত হবে। যদিও এটি চূড়ান্ত কোনো ঘোষণা নয়। পরিস্থিতি অনুযায়ী এই সম্ভাব্য তারিখ পরিবর্তন হতে পারে। এই নিয়োগের প্রথম পর্যায়ের পরীক্ষা আয়োজিত হবে কলকাতা সহ জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে।

প্রসঙ্গত উল্লেখ্য, ক্লার্কশিপ নিয়োগ পরীক্ষাটি দুটি ধাপে আয়োজিত হয়। প্রথম পর্যায়ে প্রিলিমিনারি পরীক্ষা ১০০ নম্বরের MCQ ভিত্তিক, এবং দ্বিতীয় পর্যায়ে মেন্ পরীক্ষা ১০০ নম্বরের বিশ্লেষণ ভিত্তিক। প্রিলিমিনারি পরীক্ষার সময়সীমা ৯০ মিনিট, অন্যদিকে মেন্ পরীক্ষার সময়সীমা ৬০ মিনিট।  প্রিলিমিনারি পরীক্ষা পাশ করলে মেন্ পরীক্ষা দেওয়া যায়। 

close