Kode Iklan atau kode lainnya

Head Teacher: ১৫০০-র বেশি প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, ১৬ জানুয়ারি আবেদনের শেষ দিন

 প্রধান শিক্ষক নিয়োগ

প্রধান শিক্ষক নিয়োগ: এবার বীরভূম জেলায় ১৫০০-র বেশি শূন্যপদে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল। এই মর্মে ইতিমধ্যেই জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। বিভিন্ন কারণে বন্ধ থাকার পর দীর্ঘ দশ বছর পর জেলায় প্রধান শিক্ষক পদে নিয়োগ হতে চলেছে। ১৬ তারিখ পর্যন্ত এই পদে নিয়োগের জন্য করা যাবে আবেদন। 

এর আগে শেষবার এই জেলায় প্রধান শিক্ষক নিয়োগ হয়েছিল ২০১৪ সালে। স্থায়ী প্রধান শিক্ষক না থাকার জন্য সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল স্কুলগুলিকে। সেই সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখেই বীরভূম জেলায় প্রধান শিক্ষক নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কাউন্সিলিংয়ের মাধ্যমে নিয়োগ হবে।

এই বিষয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক বলেন, 'জানুয়ারির ১৬ তারিখের মধ্যে শিক্ষক-শিক্ষিকাদের আবেদন করতে হবে। জানুয়ারির শেষ সপ্তাহ থেকে কাউন্সেলিং শুরু হবে। বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদ এই নিয়োগের জন্য উদ্যোগ নিয়েছে। প্রায় ২৪০১টি স্কুলে ১৫০০ থেকে ১৬০০ স্কুলে প্রধান শিক্ষক নেই। জানুয়ারির ১৬ তারিখের মধ্যে জেলার যে সমস্ত শিক্ষকরা প্রধান শিক্ষক হতে চান তাঁরা আবেদন করতে পারেন। জানুয়ারির শেষ সপ্তাহের মধ্যে প্রাথমিক স্কুলগুলিতে প্রধান শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।’

তিনি আরও বলেন, 'এতদিন বিভিন্ন প্রতিবন্ধকতার জন্য এই নিয়োগ হয়নি। রাজ্যের তরফে নির্দেশ পাওয়ার পরেই নিয়োগ শুরু হবে। সার্কেলের মধ্যে শিক্ষক বা শিক্ষিকারা যে কোনও স্কুলে প্রধান শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কাউন্সেলিং করা হবে। যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ করা হবে।’

close