Kode Iklan atau kode lainnya

উত্‍সশ্রী পোর্টালে যথাযথ শূন্যপদ আপলোড করার নির্দেশ, পুনরায় বদলি চালু করার দাবি

 উত্‍সশ্রী পোর্টাল

নিউজ ডেস্ক: সমস্ট শূন্যপদ উত্‍সশ্রী পোর্টালে আপডেট করার নির্দেশ দেওয়া হল। পশ্চিমবঙ্গে শিক্ষা দফতর রাজ্যের সমস্ত DI-দের মাধম্যে স্কুলগুলোকে নির্দেশ দিয়েছে যথাযথ শূন্যপদ আপলোড করার জন্য।

শূন্যপদ আপলোডের জন্য স্কুল শিক্ষা দপ্তরের Grant - in- Aid সেকশন নোটিফিকেশন জারি করেছে। যদিও এই মুহূর্তে উৎসশ্রীর মাধ্যমে বদলির প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে, তারপরেও পোর্টালে আপডেট করতে বলা হয়েছে। 

আজ এই মর্মে নির্দেশ প্রকাশ করেছে রাজ্য শিক্ষা দফতর। রাজ্যের সমস্ত স্কুলকে উত্‍সশ্রী পোর্টালে যথাযথ শূন্যপদ আপলোড করার জন্য  অনুরোধ করা হয়েছে। যখনই  পোর্টালটি এটি করার জন্য উপলব্ধ হবে, এটা করে নিতে হবে।

এই বিষয়ে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির (STEA) পক্ষ থেকে বিশিষ্ট শিক্ষক অনিমেষ হালদার বলেন, "বহুদিন ধরে যাঁরা বাড়ি থেকে অনেক দূরে চাকরি করছেন অবিলম্বে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে তাঁদের জন্য আবেদনের ভিত্তিতে বদলি(সাধারণ বদলি) এবং আপস বদলি পুনরায় চালু করা হোক। সাথে সাথে সকল শূন্যপদে দ্রুত শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগের ব্যবস্থা করা হোক।"

close