Kode Iklan atau kode lainnya

SSC মামলায় জামিন কল্যাণময় বন্দ্যোপাধ্যায়ের, দেওয়া হল এই শর্ত

কল্যাণময় বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের (wbssc) নিয়োগ দুর্নীতি মামলায় স্বস্তি পেলেন কল্যাণময় বন্দ্যোপাধ্যায়! শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। বুধবার আদালত জামিন দিল মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এদিন মহামান্য আদালত শর্তসাপেক্ষে জামিন দিয়েছে তাঁকে।

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় কল্যাণকে গ্রেপ্তার করেছিল সিবিআই। এদিন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ জামিন মঞ্জুর করে।

আদালত জানিয়েছে, ‘তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে কল্যাণময়কে। কলকাতার বাইরে তিনি যেতে পারবেন না। কল্যাণময় প্রবেশ করতে পারবেন না বিধাননগর কমিশনারেট এবং পার্ক স্ট্রিট থানা এলাকায়।পর্ষদের প্রাক্তন সভাপতিকে পাসপোর্ট নিম্ন আদালতে জমা রাখতে হবে।’

উল্লেখ্য, ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর এসএসসি দুর্নীতি মামলায় টানা জেরার পর গ্রেপ্তার করা হয়েছিল কল্যাণময়কে।২০১০ সাল থেকে টানা প্রায় ১০ বছর মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন কল্যাণময় বন্দ্যোপাধ্যায়।

close