Kode Iklan atau kode lainnya

ফেঁসে গেলাম! প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে আক্ষেপ তাপস মণ্ডলের, কেন জেনেনিন

তাপস মণ্ডল কুন্তল ঘোষ

নিউজ ডেস্ক: এবার ফেঁসে যাওয়ার কথা বললেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তাপস মণ্ডল। কুন্তল ঘোষের জন্যই ফেঁসে গেলাম! আদালতে যাওয়ার পথে আফসোস করে দাবি করলেন মানিক ভট্টাচার্য ঘনিষ্ট তাপস মণ্ডল। মঙ্গলবার আদালতে যাওয়ার পথে তাপস দাবি করেন, “কুন্তল তো কালীঘাটের কাকুর নামেই আমার কাছ থেকে টাকা তুলত। এখন কেন অন্য কথা বলছে বুঝতে পারছি না।’’ 

আদালতে যাওয়ার পথে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু  এবং কুন্তল ঘোষকে নিশানা করে আক্ষেপের সুরে তাপসকে বলতে শোনা যায়, “কুন্তলের জন্যই ফেঁসে গেলাম!” প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই মুহুর্তে হেফাজতে রয়েছেন তাপস মণ্ডল।

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ১৯ ফেব্রুয়ারি তাপস মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এবং রাজ্যের বিধায়ক, নিয়োগ মামলায় ধৃত মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তাপস। তাপস দাবি করেন, “কুন্তল তো কালীঘাটের কাকুর নামেই আমার কাছ থেকে টাকা তুলত। এখন কেন অন্য কথা বলছে বুঝতে পারছি না।’’ 

ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম ছিল তাপসের। বেশ কয়েকবার তাঁকে জেরাও করেন তদন্তকারীরা। এই তাপসের কাছ থেকেই কুন্তল ঘোষ থেকে গোপাল দলপতি সকলেরই নাগাল পেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। কুন্তলকে হেফাজতে নেয় সিবিআই। এরপরই তাপসের বিরুদ্ধেও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ আনেন কুন্তল। এ ব্যাপারে তদন্তকারীদের একাধিক তথ্যও দেন তিনি। 

close