Kode Iklan atau kode lainnya

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে রিপোর্ট জমা সিবিআইয়ের

অভিজিৎ গঙ্গোপাধ্যায়

নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে রিপোর্ট দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট (উত্তরপত্র) এবং অতিরিক্ত প্যানেল নিয়ে তদন্তের রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। ওই রিপোর্ট খতিয়ে দেখে আগামী শুক্রবার মামলাটির শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি।

আজ বুধবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কলকাতা হাই কোর্টে ৫৪ পাতার রিপোর্ট জমা দিয়েছে। ওই রিপোর্ট জমা দিয়ে আদালতে তদন্তের অগ্রগতির কথা জানান সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল (সিট)-এর প্রধান অশ্বিন শেণভি।  শুক্রবার আদলতে উপস্থিত থাকতে বলা হয়েছে সিট-প্রধান শেণভিকেও।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের ২৭ সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিবিআইয়ের তদন্ত নিয়ে বারেবারে অসন্তোষও প্রকাশ করেছিলেন বিচারপতি। বিচারপতি মন্তব্য করেছিলেন, এর থেকে পুলিশি তদন্ত দিলেও ভালো ফল হত। শেষপর্যন্ত কলকাতা হাই কোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে রিপোর্ট জমা দিল সিবিআই। আগামী শুক্রবার ফের এই মামলার শুনানি।

close