Kode Iklan atau kode lainnya

স্কোর প্যাটার্ন, সকল প্রার্থীদের ব্রেক আপ সহ প্রাপ্ত নম্বর প্রকাশ করে সমস্ত বিষয়ের স্বচ্ছ মেধা তালিকা প্রকাশের দাবিতে বিক্ষোভ সমাবেশ

           কলেজে অধ্যাপনার জন্য সেট (SET) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, অনলাইনে আবেদন করুন

নিউজ ডেস্ক: রাজ্যে সহকারী অধ্যাপক নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। কলেজে সার্ভিস কমিশনের বিরুদ্ধে এই নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। মামলা এই মুহূর্তে সিঙ্গেল বেঞ্চে চলছে।  

এই অবস্থায় কলেজ, বিশ্ববিদ্যালয়ে শূন্যপদ বৃদ্ধি, দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া ও স্বচ্ছ মেধা তালিকা প্রকাশের দাবিতে বিক্ষোভ আন্দোলনের ডাক দিয়েছেন চাকরি প্রার্থীরা। ২  নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার, সকাল ১১ টার সময়, বিশ্ববাংলা গেট, নিউটাউনে কলেজ-বিশ্ববিদ্যালয় চাকরিপ্রার্থী বৃন্দের পক্ষ থেকে এই কর্মসূচী নেওয়া হয়েছে। 

চাকরি প্রার্থীদের দাবী:-

১. ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়ার স্কোর প্যাটার্ন এবং ইনটারভিউতে অংশগ্রহণকারী  সকল প্রার্থীদের ব্রেক আপ সহ প্রাপ্ত নম্বর প্রকাশ

২. ইউজিসির সুপারিশ মেনে সিএসসি'র চলতি প্রক্রিয়াতেই সমস্ত ভ্যাকেনসি অনুমোদন করে প্রতিটা কলেজের যাবতীয় স্থায়ী অধ্যাপকের শূন্য পদে পূর্ণ সময়ের অধ্যাপক নিয়োগ

৩. দ্রুত যেসকল বিষয়ের ইন্টারভিউ হয়েগেছে তাদের প্রার্থীর যাবতীয় নম্বরসহ স্বচ্ছ মেধা তালিকা প্রকাশ 

৪. অবিলম্বে সমস্ত বিষয়ের শূন্যপদ ঘোষণা করে যেসমস্ত বিষয়ের ইন্টারভিউ আজও হয়নি তাদের ইন্টারভিউ সম্পূর্ণ করে স্বচ্ছভাবে নিয়োগ  দিতে হবে

৫. সহকারী অধ্যাপক পদে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা বিলোপ

৬. প্রতি বছর বিজ্ঞপ্তি দানের সময় শূন্যপদ ঘোষণা করে, স্কোর প্যার্টান উল্লেখ করে, ইউজিসির নিয়ম মেনে, স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে

৭. ইন্টারভিউ-এ ১৫℅ অধিক নম্বর রাখা যাবে না এবং প্রতিটা প্রার্থীর ইন্টারভিউ-এর ভিডিও ও অডিও রেকর্ডিং করতে হবে।

close