Kode Iklan atau kode lainnya

মাধ্যমিক পাশে কেন্দ্রীয় শ্রম দফতরে ৩৩৪১টি শূন্যপদে নিয়োগ, বেতন প্রায় ৫৭ হাজার

কেন্দ্রীয় শ্রম দফতরে (ESIC) বিপুল পরিমাণে কর্মী নিয়োগ (Recruitment)

নিউজ ডেস্ক: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য।  কেন্দ্রীয় শ্রম দফতরে (ESIC) বিপুল পরিমাণে কর্মী নিয়োগ (Recruitment) শুরু হয়েছে। রাজ্যের যে কোনও জেলার চাকরিপ্রার্থীরাই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী চাকরি প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন।

মাধ্যমিক পাশ যোগ্যতায় কেন্দ্রীয় শ্রম দফতরে চাকরির সুযোগ। মাসিক বেতন প্রায় ৫৭ হাজার টাকা।  মাল্টি টাস্কিং স্টাফ (mst recruitment) পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখা ৩৩৪১টি।

যে কোনও স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করলেই এই পদের জন্য আবেদন করা যাবে। ১৮ থেকে ২৫ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। 

এই পদের মাসিক বেতন (salary) ১৮ হাজার টাকা থেকে ৫৬ হাজার ৯০০ টাকা। এর সঙ্গে অন্যান্য ভাতা পাবেন। আগ্রহী চাকরি প্রার্থীরা কেন্দ্রীয় সরকারের শ্রম দফতরের অফিসিয়াল ওয়েবসাইট (www.esic.gov.in)-এ গিয়ে এই পদের জন্য আবেদন করতে পারবেন। অফিশিয়াল বিজ্ঞপ্তি এই ওয়েবসাইট থেকেই পেয়ে যাবেন।

close