Kode Iklan atau kode lainnya

WBCS পরীক্ষার ফল প্রকাশ PSC-র, দেখেনিন সফলদের তালিকা ও কাট অফ মার্ক্স

 WBCS প্রিলি ফল প্রকাশ

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন WBCS 2022-এর প্রিলি পরীক্ষার ফলাফল করেছে। WBCS প্রিলিমিনারি পরীক্ষা গোটা রাজ্যে কলকাতা এবং পশ্চিমবঙ্গের অন্যান্য পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

প্রকাশিত হল রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের ডব্লুবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, ২০২২ ফলাফল। পিএসসির ওয়েবসাইটে ফলাফল আপলােড করে দেওয়া হয়েছে।

মােট ৫৪৯৬ জন সফল প্রার্থীর নাম প্রকাশিত হয়েছে। জাতিগত শ্রেণী অনুযায়ী কাট অফ মার্ক্স ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে।

অসংরক্ষিত এবং ওবিসি শ্রেণীর কাট অফ মার্ক্স এসেছে ১৩০.৩৯, এসসি শ্রেণীর এসেছে ১২৪.৪৪, এসটি প্রাথীদের ১০৪.৩৭।

WBCS প্রিলিমিনারি পরীক্ষা রাজ্যব্যাপী পাবলিক কমিশন সফলভাবে পরিচালিত করে।  যে প্রার্থীরা প্রিলিমে যোগ্যতা অর্জন করেছে তারা মূল পরীক্ষায় এবং তারপরে নিয়োগের পরবর্তী ধাপে অংশগ্রহণ করবেন।

কমিশন দ্বারা প্রকাশিত নির্দেশিকা মেনে সমস্ত পরীক্ষা কেন্দ্র জুড়ে পরীক্ষা এক শিফটে পরিচালিত হয়।  WBCS পরীক্ষা পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিসের চারটি গ্রুপের জন্য পরিচালিত হয়।  

https://www.wbssc.org.in/2023/08/wbcs-priliminary-exam-result-released.html

RESULTS OF WEST BENGAL CIVIL SERVICE (EXECUTIVE) ETC. (PRELIMINARY) EXAMINATION, 2022 (ADVT. NO. 2/2022)

close