Kode Iklan atau kode lainnya

তবে কি শিক্ষা দপ্তরের স্বাধীনভাবে কাজ করার এক্তিয়ারই নেই? মুখ্যমন্ত্রীর ছুটি ঘোষণা নিয়ে উঠছে প্রশ্ন

শিক্ষক নিয়োগ মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক: আরও ১০ দিন বাড়ল গরমের ছুটি। তীব্র গরমের কারণে গরমের ছুটি আরও বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ দিন বাড়ল গরমের ছুটি, ১৫ জুন খুলছে রাজ্যের সরকারি স্কুল। ঘোষণা করলেন মমতা।

গতকাল মঙ্গলবারই রাজ্য সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছিল আগামী ৫ জুন থেকে স্কুল খুলছে। কিন্তু আজ, বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'তাপপ্রবাহের কারণে ছুটি আরও ১০ দিন বাড়ানো হচ্ছে। এছাড়া আবহাওয়া দফতর জানিয়েছে, গরম এখনও থাকছে। তাই আমরা ছুটিবাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।'

বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘যেহেতু হিটওয়েভ চলছে এবং আবহাওয়া দফতর থেকে খবর পেয়েছি যে গরম থাকবে ও তাপপ্রবাহ চলবে, তাই গরমের ছুটি বাড়ানো হচ্ছে। এবার স্কুল খুলবে ১৫ জুন (বৃহস্পতিবার)।’

এই নিয়ে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি (STEA) এর নেতা অনিমেষ হালদার বলেন, "গতকাল স্কুল খোলার বিজ্ঞপ্তি জারি এবং আজ ২৪ ঘণ্টা না কাটতেই মুখ্যমন্ত্রীর আবার এই ছুটি ঘোষণায় প্রমাণ হলো এ রাজ্যের শিক্ষা দপ্তরের সাথে রাজ্য সরকারের বা মুখ্যমন্ত্রী কোন সমন্বয় নেই। এও প্রমাণ প্রমাণ হলো শিক্ষা দপ্তরের স্বাধীনভাবে কাজ করার কোন এক্তিয়ারই নেই। যার ফল ভোগ করছে ছাত্র-শিক্ষক থেকে এ রাজ্যের পুরো শিক্ষা ব্যবস্থা।"

close