Kode Iklan atau kode lainnya

‘মেরে ফেলে বিচার কি হবে? মরে গেলে আর বিচার কি হবে?’, কেন এমনটি বললেন পার্থ চট্টোপাধ্যায়

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

নিউজ ডেস্ক: ‘মরে গেলে বিচার করে কী হবে স্যর?’ ভারাক্রান্ত মনে আদালতে মন্তব্য করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। মঙ্গলবার গ্রুপ সি মামলায় তাকে পেশ করা হয়েছিল আলিপুরে সিবিআই বিশেষ আদালতে। 

এদিন জামিনের আবেদন করেননি পার্থ। শরীর ভাল নেই বলে দাবি করে পার্থর বয়ানে তাঁর আইনজীবী বলেন, ‘জামিন চাইছি না। ভারাক্রান্ত মন নিয়ে একটি মেডিক্যাল আবেদন করছি। পা ফুলেছে। চোখের অবস্থাও ভাল না। একটা প্রপার মেডিক্যাল ট্রিটমেন্টের আবেদন করছি।’ 

বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের এজলাসে কাতর আর্তি জানান পার্থ। নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে আবারও আদালত কক্ষে সরব হলেন পার্থ ও তাঁর আইনজীবী।

পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, ‘স্যর, আমি আপনাকে একটা কথা বলতে চাইছি। সুপার লিখে দিচ্ছেন একটি নির্দিষ্ট হাসপাতাল। সেই হাসপাতাল রিপোর্ট ব্যাক করছে ১০ দিন পর। একটা লোক আক্রান্ত হবে, আর ১০ দিন পর দেখবে! দেখুন স্যর, মেরে ফেলে বিচার কি হবে? মরে গেলে আর বিচার কি হবে? ৩০০ দিনের উপরে হয়ে গেল স্যর।’

close