Kode Iklan atau kode lainnya

অবশেষে ডিএ আন্দোলকারীদের সঙ্গে বসছেন মুখ্যমন্ত্রী, এই কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

 ডিএ মামলার রায় দেওয়া হল

নিউজ ডেস্ক: অবশেষে ডিএ আন্দোলকারীদের একাংশের সঙ্গে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল, অর্থাৎ বুধবার নবান্নে বৈঠক। কেন্দ্রীয় হার এবং বকেয়া ডিএ-র দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশ। এর আগে রাজ্য সরকারের তরফে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করা হলেও সেটা ফলপ্রসূ হয়নি।

বুধবার দুপুর তিনটে নাগাদ নবান্নে বৈঠক রয়েছে। মঙ্গলবার তাঁকে এ বিষয়ে জানতে চাওয়া হলে মুখ্যমন্ত্রী বলেন, 'সবার সঙ্গে নয়। কয়েকজন কথা বলতে চেয়েছিলেন। তাঁদের সঙ্গে কথা বলব।'

বকেয়া ডিএ দিচ্ছে না রাজ্য। এই অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে আন্দোলনে রাজ্য সরকারী কর্মীরা। জল গড়িয়েছে শীর্ষ আদালত পর্যন্ত। রাজ্য সরকারের অবস্থান প্রথম থেকেই ছিল কড়া। তাদের তরফে বারবার দাবি করা হয়েছে, ডিএ সরকারের ঐচ্ছিক বিষয় বাধ্যতামূলক নয়। 

এই বৈঠক ইতিবাচক হবে বলেই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর মুখোমুখি বসে নিজেদের সমস্যা তুলে ধরলে সমস্যা মিটবে বলে আশাবাদী আন্দোলনকারীদের একাংশ।  এই মুহুর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৪২ শতাংশ ডিএ পাচ্ছেন, অন্যদিকে রাজ্যের কর্মীরা মাত্র ৬ শতাংশ ডিএ পাচ্ছেন।

close