Kode Iklan atau kode lainnya

‘সবাই আসবে…’, তৃণমূলকে নিয়ে বিরাট ভবিষ্যৎবাণী করলেন পার্থ চট্টোপাধ্যায়

নিউজ ডেস্ক: আজ ফের আদালতে হাজির করা হল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে তিনি এই মুহূর্তে জেলে রয়েছেন। বায়রন বিশ্বাসের মতো সবাই চলে আসবে! ফের আদালতে ঢোকার মুখে তৃণমূলের হয়ে ব্যাট ধরলেন পার্থ।

মঙ্গলবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ ৭ জনকে আলিপুর আদালতে তোলা হয়। আদালতে ঢোকার মুখে বায়রন বিশ্বাসের দলবদল নিয়ে প্রতিক্রিয়া দেন তৃণমূল প্রাক্তন মহাসচিব। যদিও অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে করা প্রশ্নের জবাবে উত্তর দেননি পার্থ।

বান্ধবীর মন্তব্য নিয়ে নীরবই রইলেন বেহালা পশ্চিমের বিধায়ক। বরং তাঁর গলায় উচ্ছ্বাস শোনা গেল বাইরন বিশ্বাসের দলবদল নিয়ে।

আজ বেলা সাড়ে ১১টা নাগাদ আলিপুর আদালতে ঢোকেন পার্থ চট্টোপাধ্যায়। সেই সময় সাংবাদিকরা তাঁর উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন। বলেন, ‘সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস তৃণমূলে যোগ দিয়েছেন। এবিষয়ে কী বলবেন পার্থ?’ ক্যামেরার দিকে না তাকিয়েই প্রশ্নের উত্তর দেন তিনি। বলেন, ‘সবাই তৃণমূলে চলে আসবে।’ 

প্রসঙ্গত, মুর্শিদাবাদের সাগরদিঘির উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বায়রন বিশ্বাস। এর ৩ মাসের মধ্যে দলবদলে তৃণমূলে যোগ দিলেন তিনি।  বায়রন বিশ্বাসের মতো সবাই চলে আসবে বলে ভবিষ্যৎবাণী করলেন পার্থ। 


close