Kode Iklan atau kode lainnya

Big News: প্রাথমিক টেট-২০২২ পাশ প্রার্থীদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে, বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

  গৌতম পাল

নিউজ ডেস্ক: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। প্রাথমিকের টেট সার্টিফিকেট দেওয়া হচ্ছে। প্রাইমারি ২০২২ ‘টেট’ পাশ সার্টিফিকেট আজ শনিবার থেকেই দেওয়া হচ্ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়েছে।

প্রাইমারি ‘টেট’ পাশ সার্টিফিকেট দেওয়া নিয়ে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর আগে পর্ষদ সভাপতি গৌতম পাল কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জানিয়েছিলেন, ২০১৪ সালের ‘টেট’ সার্টিফিকেট ৩০ এপ্রিলের মধ্যেই দেওয়া হবে। টেট ২০১৪ পাশ প্রার্থীদের সার্টিফিকেট ইতিমধ্যেই দেওয়া শুরু হয়েছে। এবার টেট ২০২২ পাশ প্রার্থীদের সার্টিফিকেট দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হল।

আদালতের নির্দেশ মেনেই টেট সার্টিফিকেট চাকরিপ্রার্থীদের দেওয়া শুরু হল। প্রাথমিক টেট সার্টিফিকেট অনলাইনে দেওয়া হচ্ছে।  আজ শনিবার ২৯ এপ্রিল সন্ধ্যা ৬টার পর থেকেই টেট সার্টিফিকেট ডাউনলোড করা যাচ্ছে।

https://www.wbbpeonline.com/Dashboard/DownloadCertificate

https://www.wbbpe.org/

https://wbbprimaryeducation.org/

close