Kode Iklan atau kode lainnya

রাজ্যের 'প্রতিবাদী মুখ' তিনি! এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আবক্ষ মূর্তি তৈরি হল, কোথায়?

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

নিউজ ডেস্ক: চাকরিপ্রার্থীরা তাঁকে ভরসা করেন, এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যাযয়ের আবক্ষ মূর্তি তৈরি হল বোলপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে ভাস্কর্য কর্মশালায় শিল্পীর হাতের জাদুতে তৈরি হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মূর্তি

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ দুর্নীতি মামলা সরে যাওয়া নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি এই আবহেই বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে তৈরি হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আবক্ষ মূর্তি তাঁর ছবি দেখে মূর্তিটি গড়েছেন ভাস্কর ভীম পাল

কর্মশালার আয়োজক শিল্পী ঝুলন মেহেতরী জানান, লাইভ মডেল বসিয়ে ভাস্কর্য বানানোর কর্মশালার আয়োজন করেছি আমরা। তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা ছবি দেখেও মূর্তি বানানোর চেষ্টা করছি।

এই কর্মশালায় দেখা গেল মাটি দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আবক্ষ মূর্তি তৈরি করছেন শিল্পীরা। শিল্পীরা জানান, এই মুহুর্তে রাজ্যের একজন 'প্রতিবাদী মুখ' বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাই অন্যান্য ভাস্কর্যের পাশাপাশি তাঁরও মূর্তি বানানো হল এই কর্মশালায়।

close