Kode Iklan atau kode lainnya

বাকি নিয়োগ দুর্নীতি মামলাও তাঁর হাত থেকে সরে যেতে পারে, আশঙ্কা প্রকাশ খোদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরই

সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট

নিউজ ডেস্ক: বাকি মামলাও তাঁর হাত থেকে সরে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন খোদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।  প্রাথমিকের নিয়োগ দুর্নীতির ২টি মামলা সরেছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে, এমনই দাবি আইনজ্ঞদের একাংশের। এরই মধ্যে এই মন্তব্য করলেন বিচারপতি।

এব্যাপারে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘আরও দুর্নীতির মামলা আমার হাতে আছে। তবে আমার ধারণা সেগুলোও সরে যাবে। এই একই গ্রাউন্ডে ওই মামলাগুলিও সরে যাবে। আমি খুব আশ্চর্য হয়তো বা আমি একদমই আশ্চর্য নই। পদত্যাগ করছি না। আমি পালিয়ে যাওয়ার লোক নই।’

বিচারপতি গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের বলেন, ‘যে মামলা ৬ মাসে শেষ করতে চেয়েছিলাম, সেটায় যদি ৬০ বছর লেগে যায় তাহলে আমার কিছু বলার নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মেনে নিতে হবে। ব্যক্তিগত মন খারাপের যুক্তি নেই। আমি তো নিজে সরাচ্ছি না। সুপ্রিম কোর্টের অর্ডার তো মেনে নিতে হবে। একটা ডিসিপ্লিন তো আছে। সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত। হাইকোর্ট হিসেবে সুপ্রিম কোর্টকে মেনে চলি। এতে যাঁর যত মন খারাপই হোক, বিশেষ কিছু করার নেই। যতদিন আমি জজ হিসেবে কাজ করব বা যখন বাইরেও থাকব তখনও দুর্নীতির বিরুদ্ধে সরব হব।’

তবে কি মামলা সরে যাওয়ায় তাঁরও মন খারাপ? এবিষয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমার মন খারাপ নয়। মামলাগুলি তো ব্যক্তিগত উদ্দেশ্য সিদ্ধির জন্য শুরু করিনি। মামলা আমার কাছে রইল না অন্য কারও কাছে গেল তা নিয়ে আমার বিশেষ কোনও মাথাব্যথা নেই।’ 


close