Kode Iklan atau kode lainnya

SSC: দুই জনের চাকরি ফিরল, বিজ্ঞপ্তি দিয়ে জানাল স্কুল সার্ভিস কমিশন, এক ক্লিকেই দেখেনিন

স্কুল সার্ভিস কমিশন

নিউজ ডেস্ক: কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ৮৪২ জন গ্রুপ সি কর্মীর সুপারিশ পত্র বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন। চাকরি যাওয়া অযোগ্যদের তালিকাও প্রকাশ করেছে কমিশন। এরই মধ্যে আরও একটি বিজ্ঞপ্তি দিল এসএসসি। সেখানে দুই জনের সুপারিশ পত্র প্রত্যাহারের নির্দেশ বাতিল করা হল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 10.03.2023 তারিখের পূর্ববর্তী আদেশের নং 324/L-3629/CSSC/ESTT/2023 এর আংশিক পরিবর্তন করা হল। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দ্বারা এটি জারি করা হয়েছে। এটি আরও নির্দেশ করে যে 10.03.2023 তারিখের আদেশ নং 324/L-3629/CSSC/ESTT/2023 উল্লিখিত প্রার্থীদের উপর প্রয়োগ করা হবে না। সংশ্লিষ্ট আঞ্চলিক স্কুল সার্ভিস কমিশন কর্তৃক পূর্বে জারি করা সুপারিশগুলো বাতিল হচ্ছে না। উল্লিখিত প্রার্থীদের প্রার্থীপদ বাতিল করা হবে না এবং পূর্ণ বলবৎ থাকবে।

স্কুল সার্ভিস কমিশন

প্রসঙ্গত উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের নজিরবিহীন দুর্নীতি কাণ্ডে চাকরি যাচ্ছে অনেকের। নবম-দশমের অযোগ্য শিক্ষকের পর চাকরি বাতিল হয়েছিল স্কুলের অযোগ্য গ্রুপ ডি কর্মীর। পরে ৮৪২ জন স্কুলের ক্লার্কের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Order No. 350 / L-3629/CSSC/ESTT/2023 dated 16.03.2023.      

Click here to view the Notice    

close