Kode Iklan atau kode lainnya

Big News: প্রাথমিকের ইন্টারভিউ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, এক ক্লিকেই দেখেনিন

প্রাথমিকের ইন্টারভিউ

নিউজ ডেস্ক: প্রাথমিকের ইন্টারভিউ নিয়ে গুরুত্বপূর্ণ খবর এল। প্রাথমিকের ইন্টারভিউ নিয়ে বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। নবম ফেজের ইন্টারভিউ নেওয়া হবে। প্রাথমিকের ইন্টারভিউ কেন্দ্রীয় ভাবে কলকাতাতেই নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঝাড়গ্রাম জেলার জন্য যাঁরা শিক্ষকপদে আবেদন করেছেন তাদের ইন্টারভিউ নেওয়া হবে। বাকি জেলার প্রাইমারি টেট পাশ চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ ধাপে ধাপে সম্পন্ন হবে।  নবম ফেজের ইন্টারভিউ নেওয়া শুরু হচ্ছে  ৩০ মার্চ থেকে। চলবে ৩ এপ্রিল পর্যন্ত। 

এর আগেই পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন বছরে দুই বার নিয়োগ করতে চায় পর্ষদ। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ৪০ হাজারেরও বেশি প্রার্থী আবেদন করেছেন। 

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি ঠেকাতে এবার একের পর এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে পর্ষদ। এবারে ইন্টারভিউয়ে থাকবে চক-ডাস্টার! প্রাথমিকে ইন্টারভিউতে ক্লাস নিতে হবে চাকরিপ্রার্থীদের। এখানেই শেষ নয়, প্রত্যেক পরীক্ষক যা নম্বর দেবেন, তা সরাসরি চলে যাবে পর্ষদের সার্ভারে। সঙ্গে ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফিও।

জানা গেছে, কিভাবে ক্লাসে পড়াবেন তা, অ্যাপটিটিউড টেস্টে চক-ডাস্টার ব্যবহার করে চাকরিপ্রার্থীদের হাতে-কলমে দেখাতে হচ্ছে। যেভাবে ক্লাসে পড়াবেন, সেভাবেই দিতে হচ্ছে ইন্টারভিউ!  ক্লাসে ভালো পড়ানো শিক্ষকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুন, তাই এবার সেটা ইন্টারভিউতেই দেখে নেওয়া হচ্ছে। অভিযোগ ওঠে, ইন্টারভিউতে ভালো নম্বর পেলেও অনেক শিক্ষকই নাকি ক্লাসে ঠিকমতো পড়াতে পারেন না!

এবার আর খাতায় নম্বর দেবেন না পরীক্ষকরা। তাঁরা যা নম্বর দেবেন, তা চলে যাবে পর্ষদের সার্ভারে। পরীক্ষক নিজেই সার্ভার নম্বর আপলোড করবেন। এরপর তিনজন পরীক্ষকদের দেওয়া গড় নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। এরফলে আর কারচুরি করার সুযোগ থাকবে না বলে দাবি পর্ষদের। 

close