Kode Iklan atau kode lainnya

ভুয়ো শিক্ষকের তালিকা নাম তৃণমূল নেত্রীর কন্যার, প্রকাশ্যে আসতেই বেপত্তা গোটা পরিবার

নিউজ ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক নজিরবিহীন তথ্য সামনে আসছে। এই নিয়ে বারেবারে আদালতে কড়া প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কমিশনকে। শূন্য পেয়েও চাকরি হয়েছে! শিক্ষকের পর শিক্ষাকর্মী নিয়োগেও দুর্নীতি কবুল করেছে স্কুল সার্ভিস কমিশন।  ভুয়ো তালিকায় সামনে এল এক তৃণমূল নেত্রীর মেয়ের নাম। 

হিঙ্গলগঞ্জের তৃণমূল সভানেত্রী সন্ধ্যা মণ্ডল। স্কুল সার্ভিস কমিশনের দেওয়া ভুয়ো শিক্ষক সংক্রান্ত তালিকায় নাম রয়েছে সন্ধ্যার মেয়ে প্রিয়াঙ্কা। তালিকা প্রকাশ্যে আসতেই বেপত্তা গোটা মণ্ডল পরিবার। তাঁর বাড়িতে গেলে কারোর সঙ্গে দেখা মেলেনি।  

সন্ধ্যা মন্ডল, দক্ষিণ যোগেশগঞ্জ এর ২৩৩ নাম্বর বুথের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। কলকাতা হাইকোর্টের নির্দেশে ভুয়ো টেট উত্তীর্ণ শিক্ষকদের যে ৯৫২ জনের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন, তার ৪৪৫ নম্বরে নাম আছে প্রিয়াঙ্কা মন্ডলের। 

অভিযোগ OMR রেকর্ড অনুসারে মাত্র ১৯ পেয়েছেন প্রিয়াঙ্কা। যদিও SSC-র তালিকা অনুযায়ী ওই নম্বর অনেকটাই বেড়ে গেছে। প্রিয়াঙ্কা মন্ডলের বাবা প্রাথমিক শিক্ষক। তালিকা সামনে আসতেই ঘর ছাড়া সকলেই।

এই বিষয়ে স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, আইন আইনের পথেই চলবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিষয়টি পরিষ্কার করেছেন। কেউ দোষ করলে তাঁর আইন অনুযায়ী শাস্তি হবে। এক্ষেত্রে দল তাঁর পাশে থাকবে না। 

close