Kode Iklan atau kode lainnya

'বকেয়া DA দিতেই হবে', এবার মমতার সরকারের উপর চাপ বাড়াতে নয়া পদক্ষেপ রাজ্য সরকারি কর্মীদের

বকেয়া মহার্ঘ ভাতা

নিউজ ডেস্ক: বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বঞ্চনা চলছেই। এই অবস্থায় DA দেওয়ার দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর চাপ বাড়াতে নয়া কৌশল নিচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা। ডিএ বা ডিয়ারনেস অ্যালোওয়েন্সের দাবিতে কড়া হুঁশিয়ারি দিলেন তাঁরা।

বছর শেষ হতে চললেও ডিএ ঘোষণা হয়নি। এখনও পর্যন্ত একবারও মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়েনি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের। বকেয়া ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে। সেই পরিস্থিতিতে ২০২৩ সালে নিজেদের কর্মসূচি ঠিক করে ফেললেন রাজ্য সরকারি কর্মচারীরা।

ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার জানিয়েছেন, বকেয়া ডিএয়ের দাবিতে আগামী ২৭ জানুয়ারি গণছুটির ডাক দেওয়া হয়েছে। সেইসঙ্গে সেদিন থেকে লাগাতার অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।

যেখানে সপ্তম বেতন কমিশনের আওতায় ৩৮ শতাংশ হারে ডিএ পান কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সেখানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা তিন শতাংশ ডিএ পান অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএয়ের ফারাক ৩৫ শতাংশ।

সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা চলছে। আগামী জানুয়ারির তৃতীয় সপ্তাহে সেই মামলার শুনানি হতে পারে। উল্লেখ্য, চলতি বছরের ২০ মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মিটিয়ে দিতে হবে। 

যদিও সেই পথে হাঁটেনি রাজ্য। হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছিল। যা খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে ২০ মে'র রায় বহার রাখা হয়। তারইমধ্যে হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করে রাজ্য সরকারি কর্মীদের তিনটি সংগঠন। সেই মামলার পর ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য।

close