Kode Iklan atau kode lainnya

‘বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে’, নতুন নিয়োগ নিয়ে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ফাইল চিত্র

নিউজ ডেস্ক: রাজ্যে নিয়োগ নিয়ে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'নতুন নিয়োগ করতে চাইলেই কেউ কেউ আদালতে যাচ্ছে', বিধানসভা থেকে আদালতকে বিশেষ আর্জি মুখ্যমন্ত্রী। 

এদিন মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, যখনই রাজ্য কোনও নতুন পদে নিয়োগের কথা ভাবছে, তখনই কেউ না কেউ আদালতে চলে যাচ্ছে। 

মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, যখনই রাজ্য কোনও নতুন পদে নিয়োগের কথা ভাবছে, তখনই কেউ না কেউ আদালতে চলে যাচ্ছে অভিযোগ নিয়ে আর আদালতও নিয়োগে ‘স্টে অর্ডার নিয়ে আসছে’। 

তিনি আরও বলেন, রাজ্যকে এই মামলাগুলিতে লড়তে হচ্ছে। তার ফলে ‘আদালতে লড়তে লড়তে সব টাকা চলে যাচ্ছে’। এরপর মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি বিধানসভা মারফত আদালতকে অনুরোধ করব যাতে মানুষের সুবিধে হয় ... বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে’। 

বুধবার, মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, রাজ্যকে ১০০ দিনের কাজের টাকা দেওয়ার বিষয়ে, রাজ্যের পাশাপাশি বিরোধীরাও কেন্দ্রের কাছে দরবার করুন। মুখ্যমন্ত্রী বলেন, 'আমরাও অনেক দিন বিরোধী রাজনীতি করেছি। কিন্তু কোনওদিন উন্নয়নকে স্তব্ধ করিনি। লক্ষ্মীর ভাণ্ডার, পুরো রাজ্যের টাকা, তা নিয়েও চিঠি লিখেছে, যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা মিসইউজ করছে, কোথা থেকে এল? আর এরা হচ্ছে, শুধু বদনাম করতে পারে।' 

close