Kode Iklan atau kode lainnya

SSC-র শিক্ষক নিয়োগকে কেন্দ্ৰ করে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

 স্কুল সার্ভিস কমিশন

নিউজ ডেস্ক: এবার ২০১১-র শিক্ষক নিয়োগকে কেন্দ্ৰ করে মামলা দায়ের করা হল। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। ২০১১ সালের রিজিওনাল লেভেল সিলেকশন টেস্টে যোগ্য হয়েও অনিচ্ছাকৃত ভুলের জন্য চাকরি না-পাওয়ার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নিরঞ্জন রায় নামে এক প্রার্থী। 

ওই চাকরি প্রার্থীর অভিযোগ, ২০১১-র শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বাংলা(সাম্মানিক) বিভাগে সন্তোষজনক পরীক্ষা হওয়ার পরও তাঁকে সফল প্রার্থী হিসেবে বাছাই করা হয়নি। এরপর ২০১৩-র আগস্টে আরটিআই মারফত আবেদন জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁকে তথ্য দিতে অস্বীকার করে বলে অভিযোগ। এরপর ২০১৫ সালে ফের আবেদন করেন তিনি। তখন তাঁকে জানানো হয়, বাংলা উত্তরপত্রে তিনি কিছু ভুল করেছেন, তাই সেটি বাতিল হয়েছে এবং তিনি ওই বিভাগে নম্বর পাননি। 

এরপর তিনি জানতে পারেন, অন্তত তিনটি প্রশ্নের উত্তর দেওয়া সত্ত্বেও তাঁকে নম্বর দেওয়া হয়নি। তাঁর দাবি, ওইবছর কাট অফ মার্কস ছিল ২৩.৫। এবং তিনি ৩০ পেয়েছিলেন। তারপরেও ওই অনিচ্ছাকৃত ভুলের কারণে তাঁকে বঞ্চিত করা হয়েছে। এই মানলার শুনানির সম্ভাবনা শীঘ্রই।

close