Kode Iklan atau kode lainnya

লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর হিসাব, ব্রিজ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩২, সকালেও মাচ্ছু নদীতে চলছে তল্লাশি

গুজরাটে ভয়াবহ ব্রিজ দুর্ঘটনা

নিউজ ডেস্ক: গুজরাটে ভয়াবহ ব্রিজ দুর্ঘটনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা ১৩২ ছাড়িয়ে গেল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সারা রাতের পর সকালেও মাচ্ছু নদীতে চলছে জোর তল্লাশি।

রবিবার সন্ধ্যায় মোরবি নদীর উপরে ভেঙে পড়ে ব্রিটিশ আমলের কেবল ব্রিজ৷ মাত্র চার দিন আগে ব্রিজটি মেরামত করে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। দুর্ঘটনার সময় সেতুর উপরে প্রায় চারশো মানুষ ছিলেন বলে দাবি করা হচ্ছে৷

গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি জানিয়েছেন, গুজরাতে সেতু বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা ১৩২ ছাড়ালো৷ আজ সকালে এমনই জানিয়েছেন তিনি৷ নিখোঁজদের খোঁজে সারা রাতের পর সকালেও মাচ্ছু নদীতে চলছে তল্লাশি। সারারাত ধরে নিখোঁজদের খোঁজে নদীতে তল্লাশি চালায় এনডিআরএফ, সেনা, নৌবাহিনী, দমকলের কর্মীরা৷ সকালেও নদীতে চলছে তল্লাশি৷

সেতু ভেঙে পড়ার পরই সামনে এসেছে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ৷ ব্রিটিশ আমলের এই সেতুটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ ছিল৷ সংস্কারের পর কিছুদিন আগেই সেটি ফের নতুন করে উদ্বোধন করা হয়৷ যদিও সেতু ভেঙে পড়ার পরেই স্থানীয় পুরসভার অফিসার দাবি করেছেন, তাদের অনুমতি ছাড়াই সেতু খুলে দেওয়া হয়েছিল৷ বিরোধীরা দাবি করছে বিধানসভা ভোটের দিকে তাকিয়ে ঠিকমতো পরীক্ষা-নিরীক্ষা না করেই নতুন করে উদ্বোধন করা হয়। চলছে দোষারোপের পালা। তবে কমছে না স্বজন হারানো কান্না। 

close