Kode Iklan atau kode lainnya

বিপজ্জনক গতিতে ছুটছে পশ্চিমবঙ্গ! ফের বিপুল অঙ্কের ঋণ করছে রাজ্য

রাজ্য সরকার ২০,৫০০ কোটি টাকা বাজার থেকে ধার করবে

নিউজ ডেস্ক: রাজ্যে ঋণের বহর আরও বাড়তে চলছে। আগামী তিন মাসে ফের বিপুল অঙ্কের ঋণ নিতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।  রাজ্যের অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার ২০,৫০০ কোটি টাকা বাজার থেকে ধার করবে।

বাজার থেকে ধারের হাল

অক্টোবরে ৪৫০০ কোটি

নভেম্বরে ৭০০০ কোটি

ডিসেম্বরে ৯০০০ কোটি

চলতি বছরে ঋণ নেবে ৭৩,২৮৬ কোটি। মোট ঋণ হবে ৫ লক্ষ ৮৬ হাজারের বেশি কোটি

বিশ্লেষকরা বলছেন, গত দশ বছরে রাজ্যে তেমন কোনও বড় শিল্প আসেনি। নেই তেমন বিনিয়োগ। সেই সঙ্গে চলছে সরকারের দেওয়া বিভিন্ন ভাতা প্রকল্প। সেই প্রকল্পগুলির অর্থ বরাদ্দ করতে বিভিন্ন পরিকাঠামো তহবিল থেকে অর্থ সংযোজন করায় সংশ্লিষ্ট তহবিলে ধরছে টান। সেই ফাঁক ভরাট করতে বাজার থেকে ধারের পর ধার করছে বর্তমান সরকার।

২০১৮-১৯-এ জিএসডিপি’র ৩৫.৬৮% ছিল মােট রাজ্যের ঋণ। ২০২০-২১এ তা দাঁড়িয়েছে ৩৭.০৫%-এ। ধারের টাকায় সরকার করছে কী? সিএজি তার সাম্প্রতিক রিপাের্টে ২০২০-২১-র উদাহরণ দিয়েছে। দেখা গিয়েছে, রাজ্য যত টাকা ধার করেছে, তার ৭১.৫৩% খরচ করেছে আগের ধার শােধ করতে। সিএজি’র পর্যালােচনা হলাে, “বােঝা যাচ্ছে সম্পদ তৈরি হয় এমন ক্ষেত্রে রাজ্যে টাকা খরচ কমেছে। অর্থাৎ, যে খরচে কাজের সুযােগ তৈরি হয়, সম্পদ তৈরি হয়, তেমন দিকে সরকার টাকা খরচ কমিয়ে দিয়েছে।

close