Kode Iklan atau kode lainnya

Big News: SSC নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের বিস্ফোরক অভিযোগ! রিপোর্ট তলব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

 লিপিকা মণ্ডল

নিউজ ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে আরও বিস্ফোরক অভিযোগ সামনে এল। শিক্ষক নিয়োগের মেধাতালিকায় বে-আইনিভাবে নাম ঢুকিয়ে চাকরি দেওয়ার অভিযোগ সামনে এল। ফের রিপোর্ট তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

ভৌতিকভাবে এসএসসি-র (SSC) মেধাতালিকার ওয়েটিং লিস্টে থাকা একজনের নাম ঢুকিয়ে চাকরি দিয়ে পরে সেই নাম লিস্ট থেকে বাদ দেওয়ার মত বিস্ফোরক অভিযোগ সামনে এল৷ 

জানা গেছে, প্রথমে যে ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়েছিল তাতে দেখা গিয়েছিল লিপিকা মণ্ডলের র‍্যাংক ছিল ৩১। সেই র‍্যাংক পরে ৩০-এ নেমে যায়। তাঁর আগের র‍্যাংকের সকলেই চাকরি পেয়েছেন। কেন এইরকম হল? উত্তর খুঁজছে আদালত।

অন্যদিকে প্রবীণ কুমার মণ্ডল দু'নম্বরে ওয়েট লিস্টেড প্রার্থী ছিলেন। হঠাৎ করেই তাঁর নাম লিস্টে ঢোকানো হয়। তারপর চাকরি দিয়ে লিস্ট থেকে নামটাই উধাও করে দেওয়া হয়। বহাল তবিয়তে স্কুলে তিনি এখন চাকরি করছেন। রতুয়া ব্লকের মহারাজপুর হাইস্কুলে এখন চাকুরিরত এই প্রবীণ কুমার মণ্ডল। যদি না প্রবীণ কুমার চাকরি পেতেন তাহলে লিপিকা মণ্ডল যোগ্য ব্যক্তি হিসেবে চাকরি পেতেন। 

এ ব্যাপারে স্কুল সার্ভিস কমিশনকে হলফনামা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।পুরো বিষয়টি খতিয়ে দেখে স্কুল সার্ভিস কমিশনকে তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ আগামী ১২ ডিসেম্বর ফের শুনানি রয়েছে।

একের পর এক নিয়োগ মামলায় জর্জরিত স্কুল সার্ভিস কমিশন। এরই মধ্যে দুর্নীতির নতুন তথ্য সামনে এল। গোটা ঘটনায় রিপোর্ট চেয়েছেন বিচারপতি। গোটা ঘটনায় অস্বস্থি আরও বাড়ল কমিশনের।

close