Kode Iklan atau kode lainnya

TET: ১১ই ডিসেম্বরে প্রাথমিকের টেট পরীক্ষা, জেনে নিন নতুন সিলেবাস, প্রশ্নের ধরণ এবং বিস্তারিত খুঁটিনাটি

নিউজ ডেস্ক: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। প্রাথমিক টেটের (TET) বিজ্ঞপ্তি প্রকাশ প্রাথমিক শিক্ষা পর্ষদের। ১১ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগেরও বিজ্ঞপ্তি প্রকাশিত হল। পাঁচ বছর পর ফের টেটের বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ। প্রশিক্ষণপ্রাপ্তরাই এই টেটে বসার সুযোগ পাবেন। MCQ ধাঁচের প্রশ্ন করা হবে। 

প্রাথমিকের টেটের সিলেবাস

অঙ্ক (পূর্নমান-৩০)

মিশ্রণ, গড়, শতাংশ, লাভ-ক্ষতি, পরিমিতি, বর্গমূল, ঘনমূল, সরলীকরণ, সংখ্যাতত্ত্ব, লসাগু ও গসাগু, অনুপাত ও সমানুপাত, চক্রবৃদ্ধি সুদ, সময়ও কাজ, সময় ও দূরত্ব। 

বাংলা (পূর্নমান-৩০)

লিঙ্গ, বচন, পুরুষ, বাক্য, সমাস, কারক বিভক্তি, বোধ পরীক্ষণ, ক্রিয়ার কাল, উদ্দেশ্য বিধেয়, বিপরীত শব্দ, সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ, পদ, ধ্বনি ও বর্ণ, সন্ধি, পদ পরিবর্তন, ছেদ ও যতি। 

ইংরেজি (পূর্নমান-৩০)

Artical, verb, adverb, tense, vocabulary, punctuation, comprehension, adjective, pronoun, preposition.

পরিবেশ (পূর্নমান-৩০)

জল, বাসভূমি, পরিবেশ আইন, পরিবেশ আন্দোলন, বর্জ্য ব্যবস্থাপনা, পুষ্টি খাদ্য স্বাস্থ্য ও পরিবেশ, জৈব বৈচিত্র, বাস্তু তন্ত্র, পরিবেশ সংজ্ঞা ও শ্রেণীবিভাগ, উদ্ভিদজগৎ ও প্রাণী জগৎ, অরণ্য সংরক্ষণ নীতি, পরিবেশ দূষণ। 

শিশু বিকাশ ও পেডাগোজি (পূর্নমান-৩০)

শিক্ষণ ও শিখন এর মূল প্রক্রিয়া, প্রজ্ঞা ও প্রক্ষোভ, শিখনের সমস্যা, সৃজনশীল দক্ষতা সম্পন্ন শিক্ষার্থীদের সম্বোধন , ভাষায় চিন্তন, সামাজিক গঠন হিসেবে লিঙ্গ লিঙ্গ বৈষম্য, শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তি বৈষম্য, বংশগতি ও পরিবেশের প্রভাব, শিশু বিকাশের মূলনীতি বিকাশের ধারনা ও শিখন এর সঙ্গে সম্পর্ক সামাজিক করনের প্রক্রিয়া, বুদ্ধিমত্তা গঠনের সমালোচনামূল পরিপ্রেক্ষিত ও বহুমাত্রিক বুদ্ধি, পিয়াজে কোহলমা মাগ ও ভাইগটস্কি নির্মিতিবাদ ও সমালোচনা মূলক পরীপ্রক্ষিত। 

প্রাইমারী টেট সিলেবাস এর সমস্ত বিষয়গুলির মান ৩০ করে। যেমন অঙ্কের মান-৩০, বাংলার মান-৩০, ইংরেজির মান-৩০, পরিবেশের মান- ৩০,শিশু বিকাশ ও পেডাগোজি ৩০।

একনজরে দেখে নিই খুঁটিনাটি

■১১ ডিসেম্বর টেট পরীক্ষা হবে।

■ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন বা এনসিটিই-র গাইডলাইন মেনেই পরীক্ষা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

■আগামী ২১ অক্টোবর থেকে পর্ষদের ওয়েবসাইটে আবেদনপত্র পাওয়া যাবে। 

■ আবেদন করতে হবে অনলাইনে। 

■জেনারেল ক্যাটাগরিতে আবেদনের ফি ২০০ টাকা, সংরক্ষিতদের ক্ষেত্রে আবেদনের ফি ১০০ টাকা। 

■১৪ অক্টোবর থেকে আবেদনপত্র অনলাইনে জমা নেওয়া শুরু হবে।

■ NCTE -এর নিয়ম অনুযায়ী পরীক্ষা হবে।

■ প্রাথমিকের TET পরীক্ষা ১১.১২.২০২২ (রবিবার)। 

■ ১৫০ নম্বরের পরীক্ষা, ৬০% পেলে Qualified. সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৫৫%.

■ ডি.এল.এড (D.El.Ed) এবং বি.এড. (B.Ed.) উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে (২০২০-২২ ব্যাচ পর্যন্ত)। 

■জেনারেল প্রার্থীদের টেট উত্তীর্ণ হতে গেলে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা ৫৫ শতাংশ বা তার বেশি নম্বর পেলে তাঁদের টেট উত্তীর্ণ বলে চিহ্নিত করা হবে।

■ প্রাইমারি স্কুলে সহকারি শিক্ষক পদে নিয়োগের জন্য টেট পাশ করা অপরিহার্য ঠিকই। কিন্তু টেট পাশ করা মানেই নিয়োগ সুনিশ্চিত হওয়া বা নিয়োগে অধিকার অর্জন করা নয়। নিয়োগের ক্ষেত্রে অনেকগুলো মানদণ্ডের মধ্যে টেট পাশ করা একটি মাত্র।

আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

WB Primary Tet Previous Year Question Paper


WB TET  QUESTION PAPERDOWNLOAD LINK
2013Click Here
2015Click Here
2017Click Here
close