Kode Iklan atau kode lainnya

টেট পরীক্ষা: পুজোর পরেই শুরু হচ্ছে প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, টেট নিতেও উদ্যোগী পর্ষদ

 টেট পরীক্ষা: পুজোর পরেই শুরু হচ্ছে প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, টেট নিতেও উদ্যোগী পর্ষদ

নিউজ ডেস্ক: পুজোর পর ফের রাজ্যে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। কারা আবেদন করতে পারবেন? এখনও পর্যন্ত যাঁরা টেটে পাস করেছেন এবং যাঁদের বয়স চল্লিশের মধ্যে। শুধু তাই নয়, নতুন চাকরীপ্রার্থীদের জন্য যাতে এ বছরই টেট নেওয়া যায়, সে বিষয়ে উদ্যোগ নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 

মানিক ভট্টাচার্যের অপসারণের পর, পর্ষদ সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন গৌতম পাল। দায়িত্ব নেওয়ার পরই তিনি ঘোষণা করেছিলেন, এবার থেকে প্রতিবছর টেট হবে। নির্দিষ্ট সময়ে টেট হবে। মেরিট লিস্ট বেরোবে। আমি কথা দিচ্ছি, কোনও  অভিযোগ থাকবে না'। 

শুধু তাই নয়, প্রথম বৈঠকেই পূজোর পর ফের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত নিয়েছে পর্ষদের নবগঠিত অ্যাডহক কমিটি। এমনকী, পুজোর আগে রাজ্যে প্রাথমিক শিক্ষকে শূন্য পদের তালিকাও চলে আসবে। পুজোর পরই নিয়োগের বিজ্ঞাপ্তি জারি করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

close