Kode Iklan atau kode lainnya

SSC-র পর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দুর্নীতিতেও জড়িয়ে গেলেন সুবীরেশ ভট্টাচার্য,‌ একই পরিবারের ৭-৮ জনকে চাকরি!‌

সুবীরেশ ভট্টাচার্য

নিউজ ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের চরম নিয়োগ দুর্নীতির পর এবার বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দুর্নীতিতেও জড়িয়ে গেলেন সুবীরেশ ভট্টাচার্য। একই পরিবারের ৭-৮ জনকে চাকরি দেওয়ার অভিযোগ সামনে আসছে।

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে গেলেন সুবীরেশ। ওই বিশ্ববিদ্যালয়ের স্টিয়ারিং কমিটিতে ছিলেন সুবীরেশ। আর সেই পদে থাকাকালীনই একাধিক নিয়োগের ক্ষেত্রে বেনিয়ম হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপক।

সুবীরেশের বিরুদ্ধে অভিযোগ করেছেন অধ্যাপক সুবিনয় সাহা রায়। তাঁর অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মী পদে বহু নিয়োগের ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত স্টিয়ারিং কমিটির সদস্য ছিলেন সুবীরেশ। ওই সময় একই পরিবার থেকে ৭ থেকে ৮ জনও চাকরি পেয়েছেন। এবং তা হয়েছে স্টিয়ারিং কমিটির সুপারিশে।

ওই অধ্যাপকের আরও অভিযোগ, ওই জালিয়াতির অভিযোগ নিয়ে সরব হওয়ায় তাঁকে কিছুদিন আগেই বহিষ্কার করা হয়েছে। আইনজীবী রাজু রায়ের দাবি করেছেন শিক্ষক নিয়োগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে অবৈধ নিয়োগকেও যুক্ত করতে হবে।

close