Kode Iklan atau kode lainnya

SSC: ২০১২ থেকে চাকরি বিক্রি, পার্থ-ঘনিষ্ঠ একাধিক মহিলা যুক্ত, কোটি কোটি টাকা লুট! বিস্ফোরক তথ্য সামনে আসছে

SSC: ২০১২ থেকে চাকরি বিক্রি, পার্থ-ঘনিষ্ঠ একাধিক মহিলা যুক্ত, কোটি কোটি টাকা লুট! বিস্ফোরক তথ্য সামনে আসছে

নিউজ ডেস্ক: রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিপদ আরও বাড়তে চলেছে। ইডির পর এবার আসরে নামছে সিবিআই। পার্থ-অর্পিতাকে হেফাজতে নিয়ে জেরা করার প্রস্তুতি শুরু। সিবিআইয়ের তদন্তকারীদের দাবি, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে শুধু পার্থ-অর্পিতাই জড়িত নন, দুর্নীতির শিকড় অনেক গভীরে। তারই নাগাল পেতে চান তাঁরা। 

জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এ বার নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার প্রস্তুতি শুরু করে দিল সিবিআই। একই ভাবে তারা জেরা করতে চায় পার্থের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও।

সিবিআইয়ের দাবি, কলকাতা হাইকোর্টের নির্দেশে স্কুলে নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মূল মামলার তদন্ত করছে তারা এবং সেই মামলার যোগসূত্রেই বিশেষ আদালতে আবেদন করে পার্থ ও অর্পিতাকে ওই কেন্দ্রীয় সংস্থার হেফাজতে নেওয়া হবে। সিবিআইয়ের এক পদস্থ কর্তা বলেন, ‘‘ইডি-র মামলা এখন আছে প্রাথমিক পর্যায়ে। দু’জনকে হেফাজতে নেওয়া হবে দু’টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আলোচনার ভিত্তিতেই।’’

এক সিবিআই-কর্তা বলেন, ‘‘সরকারি চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা লুটের সঙ্গে সঙ্গে টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দিয়ে শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোকেই পঙ্গু করে দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট দফায় দফায় কোর্টে পেশ করা হচ্ছে।’’

সিবিআইয়ের তদন্তকারীদের দাবি, এই কাণ্ডে শুধু পার্থ-অর্পিতাই জড়িত নন, দুর্নীতির শিকড় অনেক গভীরে। পার্থের মতো বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি যে এতে জড়িত, তার বহু গুরুত্বপূর্ণ যোগসূত্র হাতে এসেছে। মন্ত্রী-ঘনিষ্ঠ আধিকারিক-সহ শিক্ষা দফতরের বেশ কিছু মহিলা অফিসার দুর্নীতি চক্রে জড়িত। পার্থ-ঘনিষ্ঠ আরও কয়েক জন মহিলাও জড়িত বলে জানান তদন্তকারীরা।

এক তদন্তকারী অফিসার বলেন, ‘‘২০১২ সাল থেকে যে বেপরোয়া ভাবে সরকারি চাকরি বিক্রি করা হয়েছে, তার বহু তথ্যপ্রমাণ ইতিমধ্যে হাতে এসেছে। বাগ কমিটির রিপোর্টে শিক্ষা দফতরের প্রধান সচিব তাঁর বয়ানে পার্থকে বেআইনি নিয়োগের মূল নিয়ন্ত্রক বলে উল্লেখ করেছেন। তার পরেই পার্থ-অর্পিতাকে গ্রেফতার করেছে ইডি।’’

close