Kode Iklan atau kode lainnya

‘সব’ বলব’ তদন্তকে বিপথে চালিত করার চেষ্টা করছেন পার্থ-অর্পিতা, ফের হেফাজতে চাইবে ED

পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়

নিউজ ডেস্ক: তদন্তকে বিপথে চালিত করার চেষ্টা, পার্থ চট্টোপাধ্যায়-অর্পিতা মুখোপাধ্যায়কে  ফের হেফাজতে চাইবে ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই মৌন প্রাক্তন শিক্ষামন্ত্রী৷ ইঙ্গিত দিয়েছিলেন, সময় এলে সব বলবেন৷ কিন্তু, সেই ‘সময়’ এখনও আসেনি৷ সেই কারণেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে ফের হেফাজতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ 

মঙ্গলবার অর্পিতার নেল আর্ট পার্লার ও কয়েকটি ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি৷ সেখান থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে৷ কয়েকটি ফ্ল্যাট আবার সিল করে দেওয়া হয়েছে৷ আজ, বুধবার পার্থ-অর্পিতাকে ফের আদালতে তোলা হবে। সেখানে তাঁদের দু’জনকেই আরও কিছুদিনের জন্য ইডি নিজেদের হেফাজতে নিতে চাইবে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গত ২৩ জুলাই গভীর রাতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি৷ ২৪ জুলাই গ্রেফতার হন অর্পিতা৷ সেদিনই সিবিআইয়ের বিশেষ আদালত (পিএমএলএ)-এ তোলা হয় তাঁদের৷ বিচারক তাঁদের ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন৷ ৩ অগস্ট তাঁদের ফের আদালতে তোলার কথা৷ 

মঙ্গলবার অর্পিতার নেল আর্ট পার্লার ও কয়েকটি ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি৷ সেখান থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে৷ কয়েকটি ফ্ল্যাট আবার সিল করে দেওয়া হয়েছে৷ আজ, বুধবার পার্থ-অর্পিতাকে ফের আদালতে তোলা হবে। সেখানে তাঁদের দু’জনকেই আরও কিছুদিনের জন্য ইডি নিজেদের হেফাজতে নিতে চাইবে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গত ২৩ জুলাই গভীর রাতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি৷ ২৪ জুলাই গ্রেফতার হন অর্পিতা৷ সেদিনই সিবিআইয়ের বিশেষ আদালত (পিএমএলএ)-এ তোলা হয় তাঁদের৷ বিচারক তাঁদের ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন৷ ৩ অগস্ট তাঁদের ফের আদালতে তোলার কথা৷ 

 তদন্তকারীদের অভিযোগ, ভুবনেশ্বর থেকে স্বাস্থ্য পরীক্ষা করে আসার পর কিছুটা সময় চেয়ে পার্থ বলেছিলেন, পরে ‘সব’ বলব৷ কিন্তু, এখনও পর্যন্ত তিনি তেমন কিছুই বলেননি, উল্টে পার্থ আর অর্পিতা দু’জনে মিলে তদন্তকে বিপথে চালিত করার চেষ্টা করছেন বলেই তদন্তকারীদের অভিযোগ। ইডি-কর্তারা জানান, তাঁদের হাতে গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট নথি রয়েছে৷ এর পরেও জেরায় তাঁদের বিভ্রান্ত করার জন্য নানা ধরনের কৌশলের আশ্রয় নিচ্ছেন পার্থ-অর্পিতা। তদন্তকারীদের দাবি, শুধু পার্থ-অর্পিতাই নন, আরও অনেক বড় প্রভাবশালী ব্যক্তি এই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন বলেই তদন্তে উঠে এসেছে। সেই কারণে তাঁদের দু’জনকে হেফাজতে রেখে আরও জেরা করার প্রয়োজন রয়েছে৷ 

close