Kode Iklan atau kode lainnya

শুধু বল নয়; শয়তানকে শোয়েব আখতার পাথর নিক্ষেপ করলেন সর্বোচ্চ গতিতে (ভিডিও)

নিউজ ডেস্ক: হজের অন্যতম বিধান জামারায় শয়তানের উদ্দেশে কঙ্কর নিক্ষেপ করা। হজ পালন করতে গিয়ে এই রোকনটি বিশেষভাবেই আদায় করলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। জোরে বল ছোড়ার মতো জামারায় কঙ্করও নিক্ষেপ করলেন নিজের সর্বোচ্চ গতিতে।

শনিবার শোয়েব আখতার কঙ্কর নিক্ষেপের এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। পরে তা মুহূর্তেই ব্যাপক ভাইরাল হয়।

ভিডিওর ক্যাপশনে শোয়েব আখতার লিখেন, গতি পরিমাপ করা হয়নি, কিন্তু রাগ স্পষ্টভাবে ১০০ মাইল প্রতি ঘণ্টা ছিল।

ভিডিওতে শোয়েব আখতারকে বলতে শোনা যায়, ‌‘ইসকো ছোড় না নেহি’ বা ‘একে ছেড়ো না।’

উল্লেখ্য, সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হয়ে এবার হজ পালন করতে যান পাকিস্তানের সাবেক এই তারকা। হজে গিয়ে ভাষণও দেন তিনি।

মহামারী করোনার কারণে দু’বছর বিরতির পর সারাবিশ্ব থেকে ১০ লাখ মানুষকে হজের অনুমতি দেয় সৌদি সরকার। এবছর পবিত্র হজ পালন করেছেন ৮ লাখ ৯৯ হাজার ৩৫৩ জন মুসলমান।

হজ ইসলামের পাঁচ স্তম্ভের চতুর্থ নম্বর স্তম্ভ। হজ উপলক্ষ্যে পৃথিবীর প্রায় প্রতিটি দেশ থেকে ছুটে আসেন কাবাপ্রেমী লাখো মানুষ। পবিত্র এই হজের অন্যতম ওয়াজিব বিধান হলো জামারায় কঙ্কর নিক্ষেপ করা। শয়তানকে উদ্দেশ করে হজযাত্রীরা তিনটি স্থানে কঙ্কর নিক্ষেপ করেন।

সূত্র : জিও নিউজ

close