Kode Iklan atau kode lainnya

‘২০১১ সালের পর থেকে পশ্চিমবঙ্গে যত নিয়োগ হয়েছে, সবেই দুর্নীতি হয়েছে’, নিয়োগ নিয়ে বিস্ফোরক বিকাশরঞ্জন ভট্টাচার্য

নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি নিয়ে ফের তোপ দাগলেন প্রবীণ আইনজীবী তথা বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আক্রমণের সুর চড়িয়ে বিকাশ বাবু বললেন, "রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বোঝাপড়া রয়েছে। যা অনেকে 'সেটিং' বলেন।" শনিবার বিকেলে সাংবাদিক বৈঠকে আক্রমণ শানালেন সিপিএম সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। 

বিকাশবাবু বলেন, ‘অভিষেকের শিক্ষক নিয়োগ জট কাটানোর চেষ্টা আসলে আরেকটা দুর্নীতির সূত্রপাত। উনি কোন এক্তিয়ারে শিক্ষক নিয়োগ দুর্নীতির জট কাটাতে চাইছেন? ৮ বছরে ওনার এই নিয়ে কিছু মনে পড়ল না। আর পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির ৭ দিনের মধ্যে তিনি এই নিয়ে মাঠে নামলেন কেন?’ বিকাশবাবুর সরাসরি চ্যালেঞ্জ, ‘আমার সাদা কাগজে চ্যালেঞ্জ। ওরা সরে যাক। মেধার ভিত্তিতে স্বচ্ছভাবে নিয়োগ করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না।’

একই সঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতির জট কাটা নিয়ে বিরোধীদের সদিচ্ছাকে প্রশ্ন করায় তৃণমূল নেতা কুণাল ঘোষকেও আক্রমণ করেছেন বিকাশবাবু। তিনি বলেন, ‘সাংবাদিক হিসাবে কুণালকে আমি পছন্দ করতাম। কিন্তু কুণাল নিজে দুর্নীতিতে যুক্ত। ওর কথার কী দাম রয়েছে? ও আবার দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। ওরা চাইছে এই গোলকধাঁধাঁয় চাকরিপ্রার্থীরা ঘুরতে থাকুক।’

আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘নাগরিক ও শিক্ষিত সমাজের একাংশ এতদিন নীরব ছিলেন বলেই দুর্নীতি এত বাড়তে পেরেছে।’ সঙ্গে তার অভিযোগ, ‘আসল ষড়যন্ত্র করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের শিক্ষাব্যবস্থাকে ভেঙে দিতে চেয়েছিলেন তিনি।’

বিকাশ বাবু আরও বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বোঝাপড়া রয়েছে। যা অনেকে ‘সেটিং’ বলেন। ২০১১ সালের পরে থেকে চক্রান্ত হয়েছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে নিয়ে। এটা হিমশৈলর চূড়ামাত্র।” এদিন শহরের বিশিষ্ট জনদের ওই সাংবাদিক বৈঠক থেকে আগামী সোমবার এক নাগরিক মিছিলের ডাক দেওয়া হয়। দুপুর তিনটের সময় ভিক্টোরিয়া হাউস থেকে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল হবে। বিকাশ বাবু বলেন, “নাগরিক সমাজকে রাস্তায় নামতে হবে। দুর্নীতি উন্মোচন হবে ওই নবান্নের চোদ্দ তলা থেকে। ওখান থেকেই সূত্রপাত।”

close