Kode Iklan atau kode lainnya

‘প্রাইমারি বোর্ডের যাবতীয় কাজ দেখে ধাপ্পাবাজি মনে হচ্ছে’, বড় মন্তব্য বিচারপতির, আজই হাজিরা মানিকের

 

নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে প্রবল চাপে রাজ্য সরকার। নিয়োগের দুর্নীতি নিয়ে খড়্গহস্ত কলকাতা হাইকোর্ট। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। আদালতের নির্দেশেই সোমবার পদ খোয়ান প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। মঙ্গলবার দুপুর ২টোয় তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

আদালতে শুনানি চলাকালীন বেশ কয়েকটি বিষয়ে হোঁচট লাগে আদালতের। সেখান থেকেই উঠে আসে নানা প্রশ্ন। মানিক-অপসারণে সেসব প্রশ্নের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘প্রাইমারি বোর্ডের যাবতীয় কাজ দেখে ধাপ্পাবাজি মনে হচ্ছে। আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।’  

প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত নথি ঠিকমতো না জমা দেওয়ায়, মানিক ভট্টাচার্যকে সরিয়ে দেওয়ার কথা বলে হাইকোর্ট। বর্তমান সচিব রত্না বাগচীকে আপাতত দায়িত্ব সামলাতে বলা হয়। শিক্ষক নিয়োগের নথি নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে হাইকোর্ট। প্রাথমিক নিয়োগের যাবতীয় নথি খতিয়ে দেখবে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি (CFSL)। প্রাথমিক নিয়োগের যাবতীয় নথি পাঠাতে হবে সিএফএসএলকে। ২০১৭ সালের কাগজপত্র সঠিক কি না তা দেখাই উদ্দেশ্য। বোর্ডের দুই কর্তা অভীক মজুমদার ও ঋত্বিক মল্লিকের সই মেলাবে তারা।

এদিন আদালতে শুনানি চলাকালীন বেশ কয়েকটি বিষয়ে হোঁচট লাগে আদালতের। সেখান থেকেই উঠে আসে নানা প্রশ্ন। মানিক-অপসারণে সেসব প্রশ্নের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আদালতে পর্ষদের বৈঠক নিয়েও সন্দেহ প্রকাশ করেছে হাইকোর্ট। বৈঠক কি আদৌ হয়েছিল? এদিন আদালত প্রশ্ন তোলে, ২০১১ সালের ৩ অগস্ট যে এক্সপার্ট কমিটি তৈরি হয়েছিল, তা অন্য কাজের জন্য নয় তো? 

এরপরই বিচারপতি নির্দেশ দেন, সব কাগজপত্র কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবে পরীক্ষা হবে। একটি চিঠির সই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। টেটের প্রশ্নপত্রে ভুল রয়েছে, তাই নম্বর বাড়ানো হোক, এই মর্মে পর্ষদের কাছে মোট ২ হাজার ৭৮৭ আবেদনপত্র জমা পড়ে। যদিও ২৭৩ জনকে ১ নম্বর করে দেওয়া হয়। এই ২ হাজার ৭৮৭ আবেদনপত্রই দেখতে চেয়েছিল কোর্ট। কিন্তু পর্ষদ সেই আবেদনপত্রের বদলে আবেদনকারীদের রোল নম্বর দেয়। অন্যদিকে, দ্বিতীয় প্যানেলে ২৭৩ জনকে নিয়োগের কথা ছিল। যদিও ২৬৫ জন নিযুক্ত হন বলে আদালতকে জানায় পর্ষদ। কয়েকটি প্রিন্ট আউট কোর্টকে দেওয়া হয়, কিন্তু প্যানেল জমা করতে পারেনি পর্ষদ। জমা দিতে পারেনি কোনও অরিজিনাল ডকুমেন্টও। পাশাপাশি শুধু এক্সপার্ট কমিটিতে কারা ছিলেন, তা আদালতকে জানানো হয়। এরপরই খটকা লাগে কোর্টের।

এর পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে আজ, মঙ্গলবার দুপুর ২টোয় আদালতে হাজিরা দিতে হবে। বিচারপতি সরাসরি তাঁকে কিছু প্রশ্ন করবেন। 

close