Kode Iklan atau kode lainnya

উত্তরে সবুজ ঝড়, পর্যুদস্ত বিরোধীরা, পাহাড়ে জিটিএ ভোটেও খাতা খুলল তৃণমূল

 

নিউজ ডেস্ক: শিলিগুড়ি মহকুমা পরিষদে নির্বাচনে সবুজ ঝড়৷ শুধু শিলিগুড়ি মহকুমা পরিষদ নয়, পাহাড়ে জিটিএ ভোটেও খাতা খুলে ফেলল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস৷ জিটিএ নির্বাচনের ৪৫টি আসনের মধ্যে ৫টি আসনে জয়ী হয়েছে তৃণমূল৷

পাহাড়ে GTA নির্বাচনে দাপট দেখাল অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। ৪৫টি আসনের মধ্যে অনীত থাপার দল পেয়েছে ২৭টি আসন। অজয় এডওয়ার্ডের হামরো পার্টি পেয়েছে ৮টি আসন। এজন পাহাড়বসীকে কৃতজ্ঞতা জানান অজয় এডওয়ার্ড। তিনি বলেন, "জিটিএ-তে এবার স্বজনপোষণ, দুর্নীতি চলবে না। জনতার রাজ চলবে।"

এদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটে তৃণমূলের দাপট। ২২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২০টিই দখলে তৃণমূল কংগ্রেসের। দুটি আছে ত্রিশঙ্কু অবস্থায়। ২২টি গ্রাম পঞ্চায়েতের ৪৬২টি আসনের মধ্যে ৪২৩টি আসনের ফল ঘোষণা। গ্রাম পঞ্চায়েতের ৪৬২টি আসনের মধ্যে ৩১১ আসনে জয়ী তৃণমূল। বিজেপির দখলে ৭৪টি গ্রাম পঞ্চায়েতের আসন। কংগ্রেস জিতেছে ১৬টি গ্রাম পঞ্চায়েতের আসনে। সিপিএম জিতেছে ১২টি গ্রাম পঞ্চায়েতের আসনে। নির্দল জিতেছে ১০টি গ্রাম পঞ্চায়েতের আসনে।

close