Kode Iklan atau kode lainnya

বড় খবর: সিবিআই হাজিরায় স্থগিতাদেশ চেয়ে মন্ত্রী পরেশের আবেদন শুনলই না ডিভিশন বেঞ্চ

 

নিউজ ডেস্ক: আদালতে বড় ধাক্কা খেলেন মন্ত্রী পরেশ অধিকারী। সিবিআই হাজিরায় স্থগিতাদেশ চেয়ে মন্ত্রী পরেশের আবেদন শুনলই না ডিভিশন বেঞ্চ। 

মেয়েকে অবৈধ ভাবে শিক্ষিকার চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সিবিআই দফতরে হাজিরা দিতে বলে তাঁকে। সেই রায়কে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন তিনি। যদিও আদালত শুনল না তাঁর আর্জি। 

বুধবার দুপুরে মামলাটি ওঠে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে। কিন্তু মামলাটি শেষপর্যন্ত গ্রহণ করেনি ওই বেঞ্চ। ফলে মন্ত্রী পরেশকে শেষপর্যন্ত এসএসসি দুর্নীতি নিয়ে সিবিআইয়ের মুখোমুখি হতে হচ্ছে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেল। মন্ত্রী পরেশ এবং তাঁর কন্যা অঙ্কিতা অধিকারীর আবেদন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা হাই কোর্টের প্রধান বিচারপতির।  

close