Kode Iklan atau kode lainnya

বিপদ কাটছে না পার্থের! আবেদনে ত্রুটি থাকায় SSC মামলায় সুপ্রিম কোর্টে এখনই হচ্ছে না শুনানি

নিউজ ডেস্ক: বিপদ কাটছে না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। আবেদনে একাধিক ত্রুটি থাকায় SSC মামলায় সুপ্রিম কোর্টে এখনই হচ্ছে না শুনানি। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সবোর্চ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।  তবে তাঁর আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির সম্ভাবনা কম। আবেদনে বেশ কিছু ত্রুটি মিলেছে। আবেদন ত্রুটিমুক্ত করতে বলা হয়েছে। 

এর আগে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী ডিভিশন বেঞ্চে গেলেও, পদ্ধতিগত ত্রুটির কারণে সেই মামলা গৃহীত হয়নি। পরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় বহাল থাকে। সেই রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে মামলা করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এই মামলার দ্রুত শুনানি হচ্ছে না দেশের সর্বোচ্চ আদালতের। 

close