Kode Iklan atau kode lainnya

বাংলায় বিধানসভা ভোটে দল জিতলে, নেতৃত্ব বললে অবশই মুখ্যমন্ত্রী হতাম, মনোবাসনা দিলীপ জানালেন

  

নিউজ ডেস্ক: রাজ্যে একুশের বিধানসভা ভোটে দল জিতলে, নেতৃত্ব বললে অবশ্যই মুখ্যমন্ত্রী হতাম। নিজের মনোবাসনা জানালেন দিলীপ ঘোষ। একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, ‘‘যদি সরকার গঠনের জায়গায় আমরা পৌঁছতে পারতাম তবেই এই প্রশ্ন উঠত। আর তাতে কেন্দ্রীয় নেতৃত্ব বললে আমি অবশ্যই মুখ্যমন্ত্রী হতে রাজি হতাম।’’

লোকসভা ভোটে ভালো ফল করলেও বিধানসভা ভোটে পর্যদুস্থ হতে হয় গেরুয়া শিবিরকে। তবে কী দিলীপের কথাবার্তা, দিলীপের ভাষাও কি বিজেপির রথের চাকা আটকে দিয়েছে? দিলীপ অবশ্য সেটা মানতে চান না। 

শনিবার তিনি বলেন, ‘‘আমি তো সাধারণ মানুষের কথা শুনেই বলি। পরিকল্পনা তৈরি করি। তার সুফল বিভিন্ন ভোটে দেখা গিয়েছে। পঞ্চায়েত ভোট থেকে লোকসভা নির্বাচনে সাফল্য আমার সভাপতিত্ব কালেই হয়েছে। যদিও বিধানসভা ভোটে আশানুরূপ ফল হয়নি। তাই আমার জন্য যদি ভোট কমে যেত তবে তা আগেই হত। সেটা কোনও কারণ নয়।’’

close