Kode Iklan atau kode lainnya

ছেলে ইউক্রেনে আটকে রয়েছে, পুলিসকর্মী বাবা কর্তব্যে অবিচল থেকে দিনভর সামলালেন বুথ

নিউজ ডেস্ক: ছেলে  ইউক্রেনে আটকে রয়েছে, কর্তব্যে অবিচল পুলিসকর্মী বাবা দিনভর সামলালেন বুথ।  ছেলের চিন্তা বুকে নিয়েই কাটোয়ায় দক্ষতার সঙ্গে বুথের ডিউটি সামলেছেন আমজাদ খান।  পূর্বস্থলী-২ ব্লকের চুপির কালীতলার বাসিন্দা আমজাদ খান ও সুলতানা বেগমের ছোট ছেলে শেখ আকিব মহম্মদ ইউক্রেনের খারকিভ ন্যাশনাল মেডিকেল কলেজে পড়তে যান। সেখানে বর্তমান চলমান যুদ্ধ পরিস্থিতিতে পরিস্থিতিতে আতঙ্কে দিন কাটাচ্ছেন। 

বাবা আমজাদ খান পশ্চিমবঙ্গ পুলিসের এএসআই পদে কর্মরত। রবিবার কাটোয়া শহরের ১৫ নম্বর ওয়ার্ডে মণ্ডলপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ৫৮নম্বর বুথে আমজাদ খানের ডিউটি পড়ে। ছেলের চিন্তা সত্ত্বেও কর্তব্যে অবিচল থেকে বুথের দায়িত্ব সামলান তিনি। আমজাদ সাহেব বলেন, ছেলের জন্য চিন্তা তো থাকবেই। তবে সবার আগে ডিউটি।

জানা গিয়েছে, পূর্বস্থলীর আকিব মহম্মদ এখনও মেডিক্যাল কলেজ হস্টেলের বেসমেন্ট এলাকায় মাটির নীচে গোপন বাঙ্কারে আছেন। মাঝেমধ্যে উপরে উঠে আসছেন। ভোটের ডিউটিতে যোগ দিতে আসার আগেও ছেলের খবর নিয়েছেন বাবা। তখন আকিব তাঁর বাবাকে জানান, ইউক্রেনের অবস্থা বদলায়নি। এখনও বোমার শব্দ পাওয়া যাচ্ছে। অত্যন্ত ঝুঁকি নিয়েই কাটাতে হচ্ছে।

ছেলের চরম বিপদের দিনেও কর্তব্যপরায়ণ এই পুলিসকর্মীকে কুর্নিশ জানিয়েছেন সকলেই। অন্যান্য পুলিস কর্মীরা জানান, ছেলের চিন্তা সব বাবারই হয়। কিন্তু উনি যেভাবে সবকিছু ঠিক রেখে ডিউটি করছেন, এটা সত্যিই প্রশংসনীয়।  

close