Kode Iklan atau kode lainnya

বাংলায় বনধ হবে না, আমরা বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চাই: ফিরহাদ হাকিম

 

নিউজ ডেস্ক: আগামীকাল বাংলায় বনধ হবে না বলে জানালেন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।  অসভ্যতা করলে রাজনৈতিক মোকাবিলা হবে। নিশ্চিতভাবে প্রশাসনও রাস্তায় থাকবে। এবং বনধ কালচার আগামীকাল মানুষ দেখিয়ে দেবে যে বাংলায় বনধ কালচার নেই। এমনই জানালেন তিনি। 

এদিন ফিরহাদ হাকিম বলেন, 'অসভ্যতা করলে রাজনৈতিক মোকাবিলা হবে। নিশ্চিতভাবে প্রশাসনও রাস্তায় থাকবে। এবং বনধ কালচার আগামীকাল মানুষ দেখিয়ে দেবে যে বাংলায় বনধ কালচার নেই। বাংলার মানুষকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় যে এগিয়ে যাওয়ার দিক দেখিয়েছে, তাতে বাংলা এগিয়ে যাচ্ছে। আজকে আবারও বলে দিতে চাই যে কালকে বন্ধ হবে না। বিজেপি এক ধরনের চ্যানেল। এরা সবাই মিলিয়ে বাংলাকে পিছিয়ে দেওয়ার যে চক্রান্ত চালাচ্ছে, তাতে বাংলার কোনও ক্ষতি করতে পারবে না, কোনও বনধ হবে না। আগামীকাল চারটের সময় সব ব্লকে বনধ নয়, পিছিয়ে দেওয়া নয়, সন্ত্রাস নয়, আমরা বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চাই। তার উপর মিছিল হবে। তৃণমূল কংগ্রেস কর্মীরা চারটের সময় মিছিল করবে। সারাদিন রাস্তায় থাকবে রাজনৈতিকভাবে মোকাবিলা করার জন্য।'

তিনি আরও বলেন, ' বাংলার মানুষের উপর যাতে কোনও অসভ্যতা, কোনও অপদস্ততা না হয়। বাস মালিক সংগঠনকে, পরিবহন সংগঠনকে, ব্যবসায়ী সংগঠনকে, সবাইকে বলছি, দোকান পাঠ খুলুন। আদালত খুলুন, বাজার খুলুন। কাল সব কিছু খোলা থাকবে। প্রশাসন কড়া হাতে সব অরাজকতা থাকবে। এটা বনধ নয়, এটা অরাজকতা। বাংলাকে বদনাম করার চক্রান্ত। এটাকে কড়া হাতে প্রশাসন আটকাবে। এবং কখনও বাংলার মানুষ আর সেই আগের ৩৪ বছরে ফিরতে চায় না। বনধ, হরতালের বাংলা, সেই বাংলায় আর মানুষ ফিরতে চায় না। তাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরোদমে এর বিরোধিতা করছি। এবং যারা বাংলাকে বদনাম করার চেষ্টা করছে, তাদের ধিক্কার জানাই। বাংলার মানুষ তাদের ক্ষমা করবে না।'

উল্লেখ্য, বাংলা বন্ধের ডাক দিল বিজেপি। রাজ্যে সন্ত্রাস, আইনশৃঙ্খলা অবনতির অভিযোগ তুলে আগামিকাল বাংলা বন্ধের ডাক দিল বিজেপি। সকাল ৬টা থেকে কাল ১২ ঘণ্টা বাংলা বন্ধের ডাক গেরুয়া শিবিরের। তৃণমূলের সন্ত্রাস, আইনশৃঙ্খলা অবনতির অভিযোগে এই বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব।

close