Kode Iklan atau kode lainnya

পশ্চিমবঙ্গের 1719 স্কুলে শিক্ষক (ICT computer teacher) নিয়োগ, সমস্ত স্কুলের তালিকা দেখেনিন


নিউজ ডেস্ক: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। পশ্চিমবঙ্গের 1719 স্কুলে ICT computer teacher নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে এটি আপনার জন্য একটি বিরাট বড় সুখবর। এখানে পুরুষ অথবা মহিলা সকলেই আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর এর তরফে। বিভিন্ন জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।

রাজ্যে 2019 সালে মোট 6500 কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং এখানো রাজ্যে অনেক স্কুল রয়েছে যেখানে কম্পিউটার শিক্ষকের পদ খালি রয়েছে, তাই আরও 1719 স্কুলে কম্পিউটার শিক্ষক (Computer Teacher) নিয়োগ করবে সরকার। 2019 অনুযায়ী রাজ্যে নিযুক্ত কম্পিউটার শিক্ষকদের (ICT Computer Teacher) মাসিক সাম্মানিক 10,000 করে দেওয়া হয়।

শিক্ষাগত যোগ্যতা

যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাস হতে হবে সঙ্গে আপনার এক বছরের কম্পিউটার সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।

বয়স সীমা

সরকারি চাকরির নিয়ম অনুযায়ী আপনাকে চাকরি করতে হলে এখানে 20 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।

মোট শূন্যপদ

রাজ্যজুড়ে মোট1719 টি স্কুলে একজন করে নিয়োগ করা হবে। মোট নিয়োগ হবে 1719 টি শূন্যপদে।

নিয়োগ পদ্ধতি

কম্পিউটারের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানা গেছে। 

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করবেন। অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে পড়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। স্কুলের তথ্য পেতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

স্কুলের তালিকা

অনলাইনে আবেদন করুন 



close