Kode Iklan atau kode lainnya

৩২,০০০ শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল এই রাজ্যে, প্রাথমিক ও উচ্চপ্রাথমিকে হবে নিয়োগ

নিউজ ডেস্ক: ৩২,০০০ শূন্যপদে প্রাথমিক ও উচ্চপ্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। রাজস্থান এডুকেশন ডিপার্টমেন্টের অধীনে রাজস্থান এলিজিবিলিটি একজামিনেশন ফর টিচার্সের (Rajasthan Eligibility Examination for Teachers) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে আপার প্রাইমারি এবং প্রাইমারি স্তরে শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। চাকুরী করতে আগ্রহী প্রার্থীদের আগামী ৯ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

শূন্যপদের বিবরণ

প্রার্থীদের মূলত প্রাইমারি (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) এবং আপার প্রাইমারি (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) স্তরে শিক্ষক হিসেবে নিয়োগ করা হবে। মোট ৩২,০০০ শূন্যপদের মধ্যে ১৫৫০০টি প্রাথমিক স্তরের জন্য এবং ১৬৫০০টি উচ্চ প্রাথমিক স্তরের জন্য।

আবেদন পদ্ধতি

ধাপ-১: প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে sso.rajasthan.gov.in যেতে হবে

ধাপ-২: “Teacher recruitment” লেখা লিঙ্কটিতে ক্লিক করতে হবে এবং বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সহ আবেদনপত্রটি পূরণ করতে হবে

ধাপ-৩: প্রার্থীদের নির্দিষ্ট মোবাইল নম্বর, আধার নম্বর এবং ইমেল আইডি আবেদনপত্র উল্লেখ করতে হবে

ধাপ-৪: এরপর আবেদন ফি সহ আবেদনপত্রটি সম্পূর্ণ জমা করতে হবে

ধাপ-৫: প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে হবে

গুরুত্বপূর্ণ তারিখ 

বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৯ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করবেন। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

আবেদন ফি

জেনারেল ও ওবিসি প্রার্থীদের ১০০ টাকা, ওবিসি (এনসিএল) প্রার্থীদের জন্য ৭০ টাকা এবং SC/ST/EWS ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৬০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া

আবেদন করার জন্য, প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট recruitment.rajasthan.gov.in বা sso.rajasthan.gov.in-এ যেতে হবে।

close