Kode Iklan atau kode lainnya

মাধ্যমিক পরীক্ষা কী ‘‌হোম সেন্টারে’‌ হচ্ছে?‌ নিজেদের মত জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ

নিউজ ডেস্ক: উচ্চমাধ্যমিক পরীক্ষা ‘হোম সেন্টার’ অর্থাৎ পড়ুয়াদের নিজের স্কুলেই নেওয়া হবে। এখন প্রশ্ন উঠছে, মাধ্যমিক পরীক্ষা কী হোম সেন্টারে হবে? যদিও এই নিয়ে কোনও ইতিবাচক সিদ্ধান্ত জানায়নি মধ্যশিক্ষা পর্ষদ। যদিও মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, প্রত্যন্ত গ্রামবাংলায় এমন অনেক স্কুল আছে যেখানে মাধ্যমিক পরীক্ষার পরিকাঠামো গড়ে তোলা মুশকিল। 

মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে নেওয়ার দাবি তুলছেন অভিভাবকদের একাংশ। তাঁদের দাবি, জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। সেটা এই অতিমারি পরিস্থিতিতে হোম সেন্টারে নেওয়া হোক। উচ্চমাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে হতে পারলে মাধ্যমিক পরীক্ষা কেন নয়?‌ এমন প্রশ্নও রাখা হয়েছে।

এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, ‘‌হোম সেন্টারে মাধ্যমিক পরীক্ষা কার্যত অসম্ভব। কারণ, প্রতিটি স্কুলের পরিকাঠামো সমান নয়। গ্রামাঞ্চলে আরও সমস্যা। আগামী ৭ মার্চ শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। তাই হোম সেন্টারে পরীক্ষা নেওয়ার দাবি উঠলেও বাস্তব–অবাস্তব পরিস্থিতি ভাবতে হবে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়।’‌

close