Kode Iklan atau kode lainnya

প্রাথমিকে শিক্ষক নিয়োগে প্রশ্নভুল মামলার গ্রীভেন্স পোর্টাল সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

 

নিউজ ডেস্ক: কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রিট-পিটিশনকারীদের জন্য একটি ডেডিকেটেড পোর্টাল খুলল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ অনুযায়ী একটি বিজ্ঞপ্তি দিয়ে এই প্রক্রিয়া শুরু করেছে কমিশন। এই প্রক্রিয়া দুটি পোর্টালে সম্পন্ন হবে। 

 পোর্টাল দুটি হল- 

 1) wbbpe.org

 2) https://wbbprimaryeducation.org

 এই দুটি পোর্টালের মাধ্যমে কমিশন নির্দেশিত নথিগুলির স্ক্যান করা কপি অনলাইনে জমা করতে হবে। যদি দেখা যায় কোনও আবেদনকারী পিটিশনার সর্বোচ্চ ছয় নম্বর পেয়ে নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য হয়েছেন তবে, ইতিমধ্যে উল্লিখিত 738 (সাতশত ত্রিশটি) শূন্যপদের শিক্ষক নির্বাচনে তাঁরা অংশ গ্রহণ করতে পারবেন।  

রিট পিটিশনারদের অবশ্যই 03.01.2022 থেকে 05.01.2022 তারিখের মধ্যে নির্ধারিত সময়ে নির্দেশিত নথিগুলির স্ক্যান করা কপি আপলোড করতে হবে।

যে যে নথিগুলো জমা করতে হবে-

1. রিট পিটিশনের প্রথম পৃষ্ঠার (শুধু এক পৃষ্ঠার) একটি স্ক্যান কপি যেখানে পিটিশনার একজন আবেদনকারী। 

2. শুধুমাত্র মাননীয় বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ, মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যর আদেশের প্রথম পৃষ্ঠা (শুধুমাত্র এক পৃষ্ঠা)। 

 3. নির্ধারিত সময়ের মধ্যে বোর্ডে অফলাইন আবেদন জমা দেওয়ার প্রমাণের স্ক্যান কপি (শুধুমাত্র এক পৃষ্ঠা)

 4. TET-2014-প্রবেশপত্র (স্ক্যান করা কপি)

 5. OMR এর স্ক্যান কপি (যদি পাওয়া যায়)

TET-এডমিট কার্ড এবং উপরে উল্লিখিত অন্যান্য নথি ছাড়া আবেদন প্রত্যাখ্যান করা হবে।

close