Kode Iklan atau kode lainnya

ভূমি দফতর ঘুঘুর বাসায় পরিণত হয়েছে, এটা ভাঙতে হবে: মমতা বন্দ্যোপাধ্যায়

 মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক: ভূমি দফতর ঘুঘুর বাসায় পরিণত হয়েছে, ভাঙার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একবার ভুমি দফতরের কাজ নিয়ে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী। কাজ ফেলে না রেখে কর্মীদের দ্রুত কাজ সেরে ফেলার পরামর্শ দিলেন তিনি। বললেন, ভূমি দফতর ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। 

দক্ষিণ ২৪ পরগণার প্রশাসনিক সভা চলাকালীন ভুমি দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। বারুইপুর পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান শক্তিপদ মণ্ডল বৈঠকে ভূমি দফতরের কাজ নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, এলাকায় ভুমি দফতর ঠিক করে কাজ করছে না। যার ফলে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়েছে।

চেয়ারম্যানের কথা শুনে প্রবল ক্ষিপ্ত হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভুমি দফতর একটা ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। এটা ভাঙতে হবে। এটা ভাঙবে আমাদের অফিসাররা। ভূমি দফতরের কাজ অতি দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি।

এর আগে হাওড়ার প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, হাওড়া জেলার জমি নিয়ে সমস্যা হচ্ছে। জেলা ভুমি দফতরের কর্তারা কাজ করতে দেরি করছেন। কার নির্দেশে কাজ বন্ধ? কারা এত বড় বড় নেতা দেখি”।

close