Kode Iklan atau kode lainnya

নাম না করে রাজ্যপালকে ‘‌পাগলা জগাই’‌ বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

 

নিউজ ডেস্ক: নাম না করে রাজ্যপাল জগদীপ ধনকড়কে ‘‌পাগলা জগাই’‌ বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই কবিতাটি পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী। যেখানে শীর্ষে লিখে দেন, ‘প্রসঙ্গ–অনুমোদন’। আর তাতেই সবাই বুঝতে পারছেন পাগল জগাই আসলে রাজ্যপাল জগদীপ ধনখড়কে বলা হয়েছে।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজের টুইটার হ্যান্ডলে সুকুমার রায়ের বিখ্যাত কবিতা ‘লড়াই ক্ষ্যাপা’র আটটি পংক্তি পোস্ট করেছেন। যেখানে পাগলা জগাইয়ের চরিত্র তুলে ধরেছিলেন কবি। এই কবিতাটি পোস্ট করে শিক্ষামন্ত্রী শীর্ষে লিখে দেন, ‘প্রসঙ্গ–অনুমোদন’। আর তাতেই সবাই বুঝতে পারেন পাগল জগাই আসলে রাজ্যপাল জগদীপ ধনখড়কে বলা হয়েছে।

বৃহস্পতিবার রাজ্যপাল জগদীপ ধনখড় একটি টুইট করে রাজ্যে নিয়ম বহির্ভূতভাবে উপাচার্য নিয়োগ করা হয়েছে ২৪টি বিশ্ববিদ্যালয়ে বলে অভিযোগ করেন। রাজ্য সরকারের বিরুদ্ধে এই অভিযোগ করে ব্যবস্থা নেওয়ার হুমকি পর্যন্তও দিয়েছেন তিনি। এরপরেই নাম না করে নাট্যকার শিক্ষামন্ত্রী পাল্টা টুইট করেই খোঁচা দেন রাজ্যপালকে বলে মনে করা হচ্ছে।

close